ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

ভারত

পশ্চিমবঙ্গের চোপড়ায় এক যুগলকে মারধরের ভিডিও ভাইরাল, কঙ্গনার নিশানায় মুখ্যমন্ত্রী মমতা

সেবন্তী ভট্টচার্য্য , কলকাতা থেকে

(১ বছর আগে) ১ জুলাই ২০২৪, সোমবার, ৫:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

চোপড়ার ঘটনা নিয়ে রীতিমতো উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মাটিতে ফেলে এক যুবক ও যুবতীকে লাঠি দিয়ে লাগাতার বেধড়ক মারধর করছে ‘জেসিবি’ ওরফে তাজিমুল ইসলাম ভোলা। চারদিকে ঘিরে অসংখ্য মানুষ। অথচ আক্রান্তদের রক্ষা করতে কাউকে এগিয়ে যেতে দেখা যায়নি। বরং যুগলকে পাশবিকভাবে মারধরের  মর্মান্তিক দৃশ্য রীতিমতো তাকিয়ে তাকিয়ে উপভোগ করছেন তারা। পরে অবশ্য তাজিমুল ইসলাম ভোলাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ওই তরুণ-তরুণী। তারপর গ্রামে সালিশি সভার আয়োজন করা হয় এবং সেখান থেকে এই মারধর। এ প্রসঙ্গে বলতে গিয়ে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দাবি, 'চোপড়ার নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন। সেই জন্যই গ্রামে সালিশি সভা বসে। একে এমন মধ্যযুগীয় বর্বরতা, তার উপর বিধায়কের এমন মন্তব্য - সবমিলিয়ে বিতর্ক তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করছেন বিজেপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের তৃণমূল সরকারকে কার্যত কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সোমবার এ নিয়ে সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রীতিমতো বিস্ফোরক সব মন্তব্য করলেন কঙ্গনা। এই ঘটনাকে শরিয়তি আইনের সঙ্গে তুলনা করে ‘মমতাদিদি’র প্রতি তার প্রশ্ন, চাইলেই কি যে কোনও জায়গায় এই আইন প্রয়োগ করা যায়? একজন নারীর  বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনা হল আর সেখানে শরিয়তি আইন প্রয়োগ করে দেওয়া হল। আমি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের অংশীদারদের প্রশ্ন করতে চাই, যারা প্রতিদিন সংবিধান হাতে নিয়ে প্রতিবাদ করে চলেছে, প্রতিদিনের নাটক করে চলেছে ... এটা কি সংবিধানে লেখা আছে যে, আপনি যেকোনো রাজ্যে শরিয়তি আইন নির্বিচারে প্রয়োগ করতে পারেন? হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ কঙ্গনার এই মন্তব্য নিয়ে যথারীতি সমালোচনাও শুরু হয়ে গিয়েছে। প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কঙ্গনা রানাউত সদ্য অভিনয় জগত থেকে রাজনীতিতে এসেছেন। আসতেই পারেন। কিন্তু সবটা তার বোঝা উচিত আগে। এখানকার মুখ্যমন্ত্রীর হিম্মত আছে।
 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status