ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

চিঠিতে লুকিয়ে পরমাণু অস্ত্রের জন্মকথা, নিলামে উঠছে ৪ মিলিয়ন ডলারে!

মানবজমিন ডিজিটাল

(২ দিন আগে) ২৯ জুন ২০২৪, শনিবার, ১২:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০২ পূর্বাহ্ন

mzamin

১৯৩৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের কাছে আলবার্ট আইনস্টাইনের লেখা একটি ঐতিহাসিক চিঠি নিলামে উঠছে।
বিবিসি জানিয়েছে, নাৎসি জার্মানি পারমাণবিক বোমা তৈরির পথে যেতে পারে এই ভয়ে চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার নিজস্ব পারমাণবিক কর্মসূচির  বিকাশের কথা লিখেছিলেন আইনস্টাইন। মাইক্রোসফটের যুগ্ম প্রতিষ্ঠাতা পল অ্যালেনের কাছে ছিল এই ‘বিশেষ চিঠি ’! বৃটিশ নিলামকারী সংস্থা ‘ক্রিস্টিজ’ চিঠিটি নিলামে তুলবে। মনে করা হচ্ছে  ১৯৩৯ সালের ২ আগস্টে লেখা চিঠিটি বিক্রি হতে পারে ন্যূনতম ৪ মিলিয়ন মার্কিন ডলারে। ঠিক কী আছে ওই চিঠিতে? সেখানে আইনস্টাইন মার্কিন প্রেসিডেন্টকে আর্জি জানাচ্ছেন পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করার জন্য। কেননা তার আশঙ্কা ছিল, সম্ভবত নাৎসি জার্মানির ভাঁড়ারে  ওই মারণাস্ত্র খুব দ্রুত আসতে চলেছে।প্রেসিডেন্ট রুজভেল্ট  ম্যানহাটন প্রজেক্টের অগ্রদূত জে রবার্ট ওপেনহেইমারের নেতৃত্বে  একটি কমিটি গঠন করে প্রতিক্রিয়া জানান। এর পর ১৯৪৫ সালের আগস্টে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে যায় হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার নিক্ষেপ করা পরমাণু বোমার  অভিঘাত দেখে। সেইসঙ্গে পারমাণবিক যুগের দরজাও খুলে যায়। ওয়াল স্ট্রিট জার্নাল অনুসারে, ক্রিস্টির নিলাম ঘর এই দুই পৃষ্ঠার  টাইপ করা চিঠিটির জন্য কমপক্ষে ৪ মিলিয়ন ডলার দর হাঁকতে চলেছে। চিঠির শুরুটা এভাবে - 'স্যার, পারমাণবিক পদার্থবিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি এটিকে সম্ভাব্য করে তুলেছে যে ইউরেনিয়াম শক্তির একটি নতুন এবং গুরুত্বপূর্ণ উত্সে পরিণত হতে পারে।" সম্প্রতি আইনস্টাইনের আরো একটি চিঠি রেকর্ড দামে নিলামে ওঠে , যেখানে সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্বের বিশদ বিবরণের রেকর্ড ছিলো।  ২০২১ সালে ১৩ মিলিয়ন ডলারে নিলামে ওঠে চিঠিটি।

বিজ্ঞাপন
এর আগে ঈশ্বর ও ধর্ম নিয়ে লেখা তাঁর যে চিঠি বিক্রি হয়েছিল ২.৮ মিলিয়ন ডলারে।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

আইন্সটাইন একজন খারাপ মানুষও বটে!

রাশিদ
২৯ জুন ২০২৪, শনিবার, ১:২০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status