ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

সরকারি কর্মকর্তাদের বুকে সর্বাধিনায়কের ছবি

মানবজমিন ডিজিটাল

(২ দিন আগে) ১ জুলাই ২০২৪, সোমবার, ১১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৪ পূর্বাহ্ন

mzamin

উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। তিনি চান নিঃশর্ত আনুগত্য।  এবার দেখা গেল সেদেশের সরকারি কর্মকর্তারা বুকে সর্বাধিনায়কের ছবিও লাগাচ্ছেন! উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির অষ্টম সেন্ট্রাল কমিটির দশম প্লেনারি মিটিং ছিল রবিবার। আর সেদিনই দেখা গেল উপস্থিত সরকারি  কর্মকর্তাদের বুকের বাঁদিকে রয়েছে যে পিন, তাতে দৃশ্যমান কিম জং উনের পোট্রেট। 

পতাকা-আকৃতির লাল পটভূমিতে জ্বলজ্বল করছে কিমের মুখের প্রতিচ্ছবি। সেদেশের সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ  প্রকাশিত হয়েছে এমন ছবি যেখানে দেখা যাচ্ছে বাবা ও দাদার ছবির পাশেই দেওয়ালে শোভা পাচ্ছে কিমের ছবি। কোরিয়ার ওয়ার্কার্স পার্টির অষ্টম কেন্দ্রীয় কমিটির দশম পূর্ণাঙ্গ সভায় পার্টির কর্মক্ষমতা পর্যালোচনা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়া শাসন করা কিম রাজবংশ নিজের চারপাশে ব্যক্তিত্বের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে নিজেদের ক্ষমতাকে আরো শক্তিশালী করার চেষ্টা করেছে। কিমের বাবা জম জং ২ এবং দাদা কিম ২ সাংয়ের পর দেশের মসনদে বসেছেন কিম। একই ভাবে তিনিও ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চান। তাই মাঝে মাঝেই নানা নির্দেশ দিতে থাকেন।

বিজ্ঞাপন
গত এপ্রিলেই প্রকাশিত হয়েছিল মিউজিক ভিডিও। সেখানে কিমকে ‘বন্ধুবৎসল পিতা ’ ও ‘মহান নেতা’ বলে উল্লেখ করা হয়েছে। কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশন নামের সরকারি চ্যানেলে শোনানো হয়  সেই গান। তার আগে কিমের বাবা, কোরিয়ার আগের স্বৈরাচারী শাসক কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী হিসাবে ১১ দিন শোকপর্ব চলে উত্তর কোরিয়ায়। রেডিও ফ্রি এশিয়ার রিপোর্ট অনুযায়ী, এই শোকপর্ব চলাকালীন দেশের সবার  মদ্যপান, হাসাহাসি করা নিষিদ্ধ ছিল। এমনকি  এই সময়ে যদি কারও পরিবারের সদস্যের মৃত্যু হয় তারা জোরে কাঁদতে পারবেন না এবং দেহ সৎকার করার অনুমতি মিলবে শোকপর্ব শেষ হওয়ার পর। কেউ এই শোকপর্বের মধ্যে নিজের জন্মদিন পালন করতে পারবেন না। এমনটাই সরকারি ফরমান।

সূত্র : ইন্ডিয়া টুডে

পাঠকের মতামত

উত্তর কোরিয়ার সরকারি সব নিয়মকানুন বাংলাদেশের অনুসরণ করা উচিত। নয়তো স্মার্ট বাংলাদেশ গড়তে পদে পদে বাধা আসতে পারে।

এম, এম, জাহাঙ্গীর
১ জুলাই ২০২৪, সোমবার, ১২:০৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status