অনলাইন
বাজেট
যেসব পণ্যের দাম বাড়ছে
অনলাইন ডেস্ক
(৮ মাস আগে) ৬ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৪:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫৭ অপরাহ্ন

আগামী ২০২৪-২৫ অর্থবছরেও বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিলাসী পণ্যের পাশাপাশি প্রয়োজনীয় অনেক পণ্যের দামও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম বাজেট।
যে সকল পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে- এলইডি বাল্ব, টিউবলাইট, এলপিজি সিলিন্ডার, নিরাপত্তা সেবা, মোবাইল সিম, ইন্টারনেট সেবা, থিম পার্কে প্রবেশ ও রাইট, পানির ফিল্টার, সিগারেট, জর্দা, কাজুবাদাম, বিদেশি ফুল, কোমল পানীয়, কার্বোহাইড্রেট বেভারেজ, এনার্জি ড্রিঙ্ক, আমদানিকৃত সার, আমদানিকৃত বীজ, কয়লা, পেপার বোর্ড, ঔষধ শিল্পের আমদানিকৃত কাঁচামাল, পেনিসিলিন ইত্যাদি।
পাঠকের মতামত
সরকারের নিকট বিনীত অনুরোধ - ঔষধের কাচামালের উপর আরোপিত শুল্ক প্রত্যাহার করুন। এমনিতেই ঔষধের মাত্রাতিরিক্ত মূল্য, ভারতের চেয়ে ঔষধের মূল্য আমাদের দেশে বেশি। সাধারণ মানুষ ঔষধ কিনতে পারে না। তাই দয়া করে নতুন কোনো শুল্ক আরোপ করবেন না। বরং কর্পোরেট কর বৃদ্ধি করুন।
মন্ত্রী মহোদয়ের প্রথম বাজেটতো, তাই দেশবাসীর গলায় ফাঁসের মালা উপহার দিয়েছেন। ওনাকে অনেক অনেক শুভেচ্ছা।
এমনিতেই জিনিসের দাম আকাশচুম্বি তার উপর আবার জিনিস পত্রের দাম বৃদ্ধি দেখে মনে হয় সরকার চায় না সাধারন মানুষের বেঁচে থাকা। ঔষধের দামতো এমনিতেই অনেক বেশি তারপরও বৃদ্ধি,,,,,
মন্ত্রী সাহেব সাধারণ মানুষের এমনি জীবন বাঁচানো কষ্টকর হয়ে পড়েছে, সাধারণ জনগণ যাতে বাঁচতে পারে সেটা করবেন।
এইসব পাগলের কথা, দেশের যে অবস্থা কোথায় দাম কমানোর কথা আর কোথায় দাম বাড়িয়ে দিয়েছে। এইসব সব চুরি করার ধান্দা মন্ত্রী আবুল হাসান
তাদের তো সমস্যা নাই। হাজার হাজার কোটি টাকার মালিক। বিদেশ সম্পদ, দেশে সম্পদ। জিনিসে ২০-১০০ টাকা বাড়লে তাদের সমস্যা কি??
বাহ!বেশ বেশ ।
পাবলিক তুই গলায় রশি দিয়ে মারা যা, নইলে না খেয়ে ধুকেধুকে মরতে হবে।
মড়ার উপর খাঁড়ার ঘা