ঢাকা, ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

উত্তরপ্রদেশের হাথরাসে মৃতের সংখ্যা বেড়ে ১২১

মানবজমিন ডিজিটাল

(২ দিন আগে) ৩ জুলাই ২০২৪, বুধবার, ১১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

উত্তরপ্রদেশের হাথরাসে সর্বনাশা সৎসঙ্গে যোগ দিয়ে পদপিষ্ট হয়ে অসংখ্য মানুষের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা দেশে। শেষ পাওয়া তথ্য অনুসারে, মৃতের সংখ্যা বেড়ে ১২১-এ পৌঁছেছে। মৃতদের মধ্যে রয়েছেন শতাধিক নারী ও ৭টি শিশু। স্বঘোষিত ধর্মগুরুর অনুষ্ঠানেই গিয়েছিলেন ভক্তরা। যে ধর্মগুরুর ডাকে এই সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই সুরজ পাল ওরফে ভোলে বাবা যে কোনও সময় গ্রেপ্তার হতে পারেন। এই ঘটনা ঘটার পরই গা ঢাকা দিয়েছেন তিনি। তাঁর খোঁজে বুধবার সকালে মণিপুরি জেলার রাম কুটির চ্যারিটেবল ট্রাস্টে হানা দেয় পুলিশের গোয়েন্দারা। সেখানে তল্লাশি চালান তাঁরা। প্রসঙ্গত, এই ঘটনায় সুরজ পাল এবং এই সৎসঙ্গের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে থানায়।  ঘটনাস্থলে রয়েছেন বহু সিনিয়র পুলিশ আধিকারিক।

বিজ্ঞাপন
পাশাপাশি ভোলে বাবার আশ্রম রাম কুটির প্রাঙ্গনেও রয়েছে বহু পুলিশ। হাথরাসে এখনও চলছে উদ্ধারকাজ। নামানো হয়েছে ডগ স্কোয়াড। ফরেনসিক পরীক্ষাও চলছে। একযোগে কাজ করছে উত্তর প্রদেশ পুলিশ, এনডিআরএফ।

পুলিশের একাংশ মনে করছে, ছোট জায়গায় জমায়েত হওয়ার ফলেই এমন ঘটনা ঘটেছে। আরও জানা যাচ্ছে যে বাবার গাড়ি না বেরুনো পর্যন্ত ভক্তদের ওই জায়গা ছেড়ে যেতে দেওয়া হয়নি। এরপর বেরুনোর সময়ই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, সেখানে প্যান্ডেল বাঁধা হয়েছিল, তাতে ব্যারিকেড ছিল। প্যান্ডেল খোলামেলা থাকলেও আর্দ্রতা এবং গরমের কারণে সকলেই হাঁসফাঁস করছিলেন এবং তারা অনুষ্ঠান শেষ হওয়ার পরেই  হুড়মুড়িয়ে বাইরে বের হতে যান। কিন্তু আসা-যাওয়ার গেট অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকে মাটিতে পড়ে যান। বাকিরা তাদের ওপর দিয়েই বাইরে বেরোনোর চেষ্টা করেন। তাতেই মারা গিয়েছেন শতাধিক ভক্ত। সৎসঙ্গে আয়োজকদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত করার জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে তিনি।  

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status