ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা আজ ভিন্ন

স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ১ জুলাই ২০২৪, সোমবার, ৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১২ পূর্বাহ্ন

mzamin

ছবি শাহিন কাওসার

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশসেরা মেধাবীদের মিলনস্থল। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন চলতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা ছিল। তবে অন্যান্য দিনের মতো নয় আজকের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। ঝুম বৃষ্টি কখনও বা ঝিরিঝিরি। বৃষ্টি ঝরছেতো ঝরছেই।

আজ ক্যাম্পাসে আছেন শিক্ষকরা। কিন্তু সবই বন্ধ। সর্বজনীন পেনশন স্কিম 'প্রত্যয়'এ যুক্ত করায় আপত্তি তাদের। দীর্ঘদিন ধরেই শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন তারা।

বিজ্ঞাপন
আজ থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা পালন করছেন সর্বাত্মক কর্মবিরতি। সেইসঙ্গে ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে আন্দোলন চলছে ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে। ফেডারেশনের দেয়া আল্টিমেটাম শেষ হয়েছে গতকাল।

শিক্ষার্থীদের আল্টিমেটামও শেষ হয়েছে গতকাল। আজ কোটাপ্রথা ফিরিয়ে আনার প্রতিবাদে আন্দোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে আদালতের রায়ে ৩০ শতাংশ কোটা ফিরে আসায় জোড় গলায় শিক্ষার্থীরা 'না' বলছেন। দীর্ঘদিন ধরেই আন্দোলন করছিলেন তারা।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। সেখান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করেন।
‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘হাইকোর্টের রায়, মানি না মানব না’, ‘কোটা বাতিল কর, বাতিল কর’, ‘ছাত্রসমাজ গড়বে দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ’ ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এমন স্লোগান দেন তারা।

শিক্ষার্থীরা এসময় জানান, অনগ্রসর জাতিগোষ্ঠী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ছাড়া সব ধরনের অনায্য কোটা বাতিল করতে হবে। আগামী ৪ঠা জুলাই হাইকোর্টের শুনানি পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়েও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয়। ১০৪তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে নেয়া হয়েছে নানা কর্মসূচি। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা’। ঢাবি ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র সম্মুখস্থ পায়রা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status