ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

সহযোগীদের খবর

অনলাইন ডেস্ক

(২ দিন আগে) ১ জুলাই ২০২৪, সোমবার, ১১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৪ অপরাহ্ন

mzamin

আজ থেকে কার্যকর হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়। স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। সে হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যয় স্কিমের আওতায় আসছেন। কিন্তু এ স্কিমে আসতে অসম্মতি জানিয়ে আন্দোলনে রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। আজ থেকে শুরু হয়েছে সর্বাত্মক কর্মবিরতি। এ স্কিমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিষয়টি নিয়ে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে ‘নতুন পেনশনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুবিধা কমবে’। খবরে বলা হচ্ছে, নতুন পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমায় তারা এই নতুন ব্যবস্থা প্রত্যাহারের দাবি করছেন। এ দাবিতে আজ সোমবার থেকে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
নতুন পেনশন ব্যবস্থায় মাসে মাসে এখনকার চেয়ে দুই দশমিক সাত গুণ বেশি টাকা পাওয়া যাবে। কিন্তু এজন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন থেকে টাকা কাটা হবে।
অবসরের পর কোনো এককালীন টাকা পাওয়া যাবে না, বছর বছর পেনশন বাড়বে না এবং পেনশনারের মনোনীত ব্যক্তি এখনকার মতো আজীবন পেনশন পাবেন না।

দৈনিক দেশ রূপান্তর প্রধান শিরোনাম করেছে ‘ফাঁসির দিন গুনে এক নারীর ২৪ বছর’।

বিজ্ঞাপন
এতে বলা হয়, ১৯৯৮ সালে এক হত্যা মামলায় শরীফা বেগম গ্রেফতার হন। এর দুই বছর পর বিচারিক আদালতে তার ফাঁসির রায় হলে সেই থেকে তিনি ফাঁসির সেলে (কনডেম সেল) বন্দি। ২০০৩ সালে হাইকোর্টে তার সাজা বহাল থাকে। এরপর ২১ বছরেও তার আপিল নিষ্পত্তির তথ্য মেলেনি। এই দীর্ঘ সময় ফাঁসির সেলে থাকা শরীফার কথা আদালত, কারা কর্তৃপক্ষ, অ্যাটর্নি জেনারেল কার্যালয় কারও মনে আসেনি। এই নারী জানতে পারেননি তিনি দোষী না নির্দোষ।
কারা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কারা ইতিহাসে আর কোনো নারী আসামিকে এত দীর্ঘ সময় ফাঁসির সেলে থাকতে হয়নি। এত লম্বা সময় (২৬ বছর) কোনো নারী কারাবাসে ছিলেন কি না, সে তথ্যও মেলেনি।
মানবাধিকারকর্মীদের ভাষ্য, বিচারের নামে প্রতিনিয়ত কাউকে মৃত্যু যন্ত্রণা দেওয়া নিষ্ঠুরতা, অমানবিকতা এবং এটি বিলম্বিত বিচারের একটি নেতিবাচক দৃষ্টান্ত।

সমকালের প্রধান শিরোনাম, ‘কারাবন্দি চাঞ্চল্যকর মামলার আসামিদের ‘দাওয়াত’ জঙ্গিদের’। প্রতিবেদনে বলা হয়েছে, নব্য জেএমবি এখন পাঁচজনের নেতৃত্বে অনলাইনে সক্রিয়। এছাড়া কারাবন্দি চাঞ্চল্যকর মামলার আসামিদের দলে টানতে কৌশলে ‘দাওয়াত’ দিচ্ছে তারা। এখন নব্য জেএমবির বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই। তাদের লক্ষ্য, সারাদেশে ছড়িয়ে থাকা সদস্যদের একই প্ল্যাটফর্মে আনা - বলে সমকালকে জানিয়েছেন উগ্রপন্থিদের কার্যক্রমে নজর রাখেন এমন একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা।

দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ‘Dhaka looks to Beijing for fresh loans’ অর্থাৎ, ‘নতুন ঋণের জন্য বেইজিংয়ের দিকে তাকিয়ে আছে ঢাকা’।প্রতিবেদনে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফরে চীনের ঋণ প্রস্তাব নিয়ে আলোচনার কথা রয়েছে। বাংলাদেশ বেশ কয়েকটি বড় প্রকল্পের জন্য ঋণ ছাড়াও প্রায় ৫০০ কোটি ডলার বাজেট সহায়তা চাইতে পারে বলে জানা গিয়েছে। ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশ সফরের সময়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রায় ২০ বিলিয়ন বা দুই হাজার কোটি ডলারে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তী চার বছরে ২৭টি প্রকল্প বাস্তবায়নের জন্য।

বণিক বার্তার প্রধান শিরোনাম, ‘নিজ কার্যালয় ফাঁকা রেখে ঢাকায় অফিস করছেন ৮৭ জেলা-উপজেলা কর্মকর্তা’। প্রতিবেদনে বলা হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে এগিয়ে নিতে জেলা ও উপজেলায় স্থাপন করা হয় আইসিটি কার্যালয়। নিয়োগ দেয়া হয় প্রোগ্রামার বা জেলা আইসিটি অফিসার, সহকারী প্রোগ্রামার বা উপজেলা আইসিটি অফিসার, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এসব কার্যালয়ের অনেক অফিসপ্রধানই মাঠপর্যায়ের কার্যালয়গুলো ফাঁকা রেখে অফিস করছেন ঢাকায় বসে।


কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ‘সংকট উত্তরণই বড় চ্যালেঞ্জ। প্রতিবেদনে বলা হচ্ছে, মূল্যস্ফীতি, রিজার্ভের ডলার সংকট, জ্বালানি সংকট, আমদানিতে সংকোচননীতি, ব্যাংক খাতের করুণ দশা ও অর্থ সংকট- নতুন অর্থবছরে এসব সংকট উত্তরণই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে দেখা যায়, ১৪ মাস ধরে দেশে মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি। যে হারে মূল্যস্ফীতি বাড়ছে তার চেয়ে দুই শতাংশ কম হারে বাড়ছে বেতন।

যুগান্তরের প্রধান শিরোনাম, ‘ফয়সালকে বগুড়ায় বদলি হদিস নেই মতিউরের’।
প্রতিবেদনে বলা হচ্ছে, দুর্নীতির মাধ্যমে নিজের ও স্বজনের নামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। এদিকে, এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানকে বদলি করা হলেও আত্মগোপনে চলে গেছেন। কোনো হদিস পাওয়া যাচ্ছে না তার।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status