ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

ফিরে এলো জিকা ভাইরাসের আতঙ্ক, পুনেতে ১০ দিনে আক্রান্ত ৫

মানবজমিন ডিজিটাল

(২ দিন আগে) ১ জুলাই ২০২৪, সোমবার, ২:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

জিকা ভাইরাসের আতঙ্কে ভুগছেন ভারতের পুনে শহরের বাসিন্দারা। গত ১০ দিনে ৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে পুনের ইরান্ডওয়ান এলাকায়। ভাইরাসের সংক্রমণের শিকার ২৮ বছরের এক গর্ভবতী নারীও। পুনে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের  সহকারী মেডিকেল অফিসার ডাঃ রাজেশ দীঘে বলেছেন, ছয় মাসের গর্ভবতী ওই নারীর দেহে কোনও লক্ষণ  দেখা যায়নি। মশাবাহিত এই রোগের এখনও কোনও চিকিৎসা নেই, তাই চিন্তায় স্বাস্থ্যকর্তা ও চিকিৎসকরা। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অনুসারে গর্ভবতী নারীদের  মধ্যে জিকা ভাইরাস সংক্রমণ শিশুর মস্তিষ্কে মাইক্রোসেফালি এবং জন্মগত ত্রুটি সৃষ্টি করতে পারে। অসম্পূর্ণ মস্তিষ্ক নিয়ে জন্মাতে পারে শিশু। এছাড়াও আরও নানান সমস্যা হতে পারে গর্ভস্থ শিশুর। এই উল্লেখযোগ্য ঝুঁকিগুলির কারণে, স্বাস্থ্য বিভাগ ইরান্ডওয়ান এবং মুন্ধওয়া এলাকায় যেখানে  জিকা সংক্রমণের খবর মিলেছে সেখানে  নজরদারি জোরদার করেছে ।

ডাঃ দীঘে জানিয়েছেন -'আমরা গর্ভবতী নারীকে পর্যবেক্ষণে রেখেছি। তিনি তার প্রসূতি বিশেষজ্ঞের সাথেও পরামর্শ করছেন এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেছেন ৷ 'ইরান্ডওয়ানে তিনজন গর্ভবতী নারীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল যার মধ্যে দুটি নেতিবাচক ছিল।

বিজ্ঞাপন
আরও তিনটি নমুনা পাঠানো হয়েছে, সেগুলির ফলাফল এখনো আসেনি । চিকিৎসকদের দাবি, জিকা একটি মশাবাহিত রোগ। সাধারণত এডিস মশা থেকে ছড়ায় এই ভাইরাস। যার সংক্রমণ যৌনসম্পর্কের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। এই ভাইরাসের অন্যতম উপসর্গ জ্বর। ৮০ শতাংশের বেশি জিকা ভাইরাস আক্রান্ত মানুষের ক্ষেত্রে প্রথম উপসর্গই জ্বর। এছাড়াও শরীরে র‍্যাশ দেখতে পাওয়া যায়। কারও কারও আবার শ্বাসকষ্টও হয়। সেভাবে কোনও চিকিৎসা নেই এই রোগের। লক্ষ্মণ অনুযায়ী প্যারাসিটামলের মতো ওষুধে এর চিকিৎসা চলে। 

২০২২ সাল থেকেই বর্ষার সময়ে এই ভাইরাসের প্রকোপ বাড়ে। প্রধানত দক্ষিণের রাজ্যে ছড়িয়েছিল এই ভাইরাস।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status