ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

সহযোগীদের খবর

অনলাইন ডেস্ক

(২ দিন আগে) ২৯ জুন ২০২৪, শনিবার, ১১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০২ পূর্বাহ্ন

mzamin

‘বিদেশি ঋণ শোধ ৩০০ কোটি ডলার ছাড়াল’ শীর্ষক শিরোনামে প্রধান খবর করেছে প্রথম আলো। যেখানে বলা হয়েছে, গত প্রায় এক বছরে বিদেশি ঋণের ছাড় তেমন একটা বাড়েনি। খুব বেশি বাড়েনি নতুন বিদেশি ঋণের প্রতিশ্রুতিও। কিন্তু চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে বিদেশি ঋণ পরিশোধ প্রায় ২৫ শতাংশ বেড়ে গেছে। এর ফলে এই প্রথম বিদেশি ঋণ পরিশোধের খরচ ৩০০ কোটি ডলারের ঘর ছাড়িয়ে গেছে। সার্বিকভাবে বিদেশি ঋণ পরিশোধের চাপ অনেকটাই বেড়েছে। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তৈরি সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

‘সরকারি চাকরিতে কোটা নিয়ে ফের বিতর্ক’ শিরোনামে সমকালের প্রধান শিরোনাম। খবরে বলা হয়েছে, টানা ৫ বছর সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোনো কোটা ছিল না। ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের মে পর্যন্ত চাকরিতে সব নিয়োগ এভাবেই সম্পন্ন হয়েছে। ৫ জুন এক রিট মামলার নিষ্পত্তি করে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ অন্য কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকার যে পরিপত্র জারি করেছিল, তা বাতিল করে দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন
এই আদেশের ফলে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে (জাতীয় বেতন গ্রেড ৯ম থেকে ১৩তম) ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়েছে। এ কারণে আবারও আলোচনায় এসেছে চাকরিতে কোটা প্রথা।

বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ‘খুনোখুনি বেড়েছে আওয়ামী লীগে’। খবরে বলা হচ্ছে, গত ছয় মাসে দলের অভ্যন্তরীণ কোন্দলে খুনের শিকার হয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪০ জন নেতা-কর্মী। এ তালিকায় রয়েছেন দলীয় এমপি থেকে মাঠ পর্যায়ের কর্মী। অভ্যন্তরীণ বিরোধের বাইরেও তুচ্ছ কারণে খুনের শিকার হতে হয়েছে ক্ষমতাসীন দলের আরও কমপক্ষে ১২ নেতা-কর্মীকে। এ বিষয়টি ভাবিয়ে তুলছে দলের হাই কমাণ্ডকে। খবরে আরও বলা হয়, না চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর এতসংখ্যক নেতা-কর্মী খুন হওয়ার বিষয়টি দলের নীতিনির্ধারকদের ভাবিয়ে তুললেও খুনের এ মিছিল থামছে না। কয়েক দিন পরপর দেশের কোথাও না কোথাও দলীয় কোন্দলে নিহত হচ্ছেন সংগঠনের নেতা-কর্মীরা। অভ্যন্তরীণ কোন্দল থেকে সৃষ্ট বিরোধ সহিংসতায় রূপ নিচ্ছে।

‘অডিটে ছাড় পেতে তেল ঘুষ’ শিরোনামে প্রধান খবর করেছে কালের কণ্ঠ। প্রকাশিত খবরে বলা হয়েছে, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের নেওয়া কমিউনিটি বেইসড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যান প্রকল্পে গেড়ে বসেছে নানা অনিয়ম। অডিটে ধরা পড়েছে, ৫ হাজার ৬৫ কোটি টাকার প্রকল্পটির কাজে অনিয়ম করা হয়েছে ৩৯৪ কোটি টাকার। তবে এই অনিয়মকে জায়েজ করতে স্বাস্থ্যের অডিট অফিসারকে ঘুষ হিসেবে দেয়া হয়েছে জ্বালানি তেল। এক গাড়িতেই ওই অডিট অফিসার প্রতি মাসে ৭০০ থেকে সাড়ে ৮০০ লিটার জ্বালানি তেল নিয়েছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, অডিট অফিসারই যদি সুবিধা নিয়ে এভাবে অডিট করেন, তাহলে টাকা দিয়ে সরকারের অডিট অফিসার পোষার কী প্রয়োজন?

‘পরিবারকে সম্পদ দিয়েও রক্ষা নেই মতিউরের’ শিরোনামে প্রধান খবর প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। খবরে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মো. মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী ছিলেন কলেজ শিক্ষক। বর্তমানে তিনি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান। দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিভলী গৃহিণী। প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা ঢাকার নামি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে কানাডা প্রবাসী। এই সংবাদে বলা হয়েছে, বাড়ি-গাড়ি, ফ্ল্যাট, পার্ক, রিসোর্ট, শিল্পকারখানা সবই আছে মতিউরের। কারও নামে পুঁজিবাজারে আছে বিপুল বিনিয়োগ। মতিউর নিজের অবৈধ আয় আড়াল করতে কাগজে-কলমে পরিবারের সবাইকে সম্পদশালী করে দিয়েছেন। নিজের নামে রেখেছেন সামান্য কিছু। যাতে আইনের ফাঁকফোকরে ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেন।

Tk 80,000cr in revenue stuck in 30,000 cases  শিরোনামে খবর করেছে নিউ এইজ। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে বিচারাধীন প্রায় ৩০ হাজার মামলা এবং আপিল কমিশনার ও ট্রাইব্যুনালের মামলাগুলোতে ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় আটকে আছে। আরও বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের পরিসংখ্যান অনুসারে মোট ১১ হাজার ৭টি মামলায় ৪০ হাজার ৩৮৯ কোটি টাকা আয়কর আটকে আছে। আর ১০ হাজার ৩৩০টি মূল্য সংযোজন কর সংক্রান্ত মামলায় ২৭ হাজার ১৫২ কোটি টাকা। এছাড়া শুল্কের ৮ হাজার ৮২৮ মামলায় ১২ হাজার ৬২২ কোটি টাকা আটকে রয়েছে বলেও বলা হয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status