ঢাকা, ২৯ জুন ২০২৪, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

স্টাফ রিপোর্টার
২৬ জুন ২০২৪, বুধবারmzamin

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে ৭৫ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে বর্তমানে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। এগুলো মোকাবিলা করেই আওয়ামী লীগ এগিয়ে যাবে। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দেশের গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করাকে পৃথিবীতে অন্যান্য হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে সাবেক মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন, এডভোকেট মাহবুব আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মনজুরুল হক অনুষ্ঠানটি পরিচালনা করেন। এই প্রথম এরকম আয়োজনের উদ্যোগ নেয়ায় উপস্থিত সকলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে ধন্যবাদ জানান।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ২৩শে জুন। বাঙালির অধিকার ও বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। ১৯৪৯ সালের ২৩শে জুন পুরান ঢাকার কেএন দাস লেনের রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নাম নিয়ে দলটির প্রতিষ্ঠা হয়।


 

বিজ্ঞাপন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status