ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

রোগীকে জাগিয়ে রেখে কিডনি প্রতিস্থাপন করে সাড়া ফেলে দিলেন শিকাগোর চিকিৎসকরা

মানবজমিন ডিজিটাল

(২ দিন আগে) ২৮ জুন ২০২৪, শুক্রবার, ৪:৪৪ অপরাহ্ন

mzamin

শিকাগোর চিকিৎসকরা একজন রোগীর দেহে সফল কিডনি প্রতিস্থাপন করে সাড়া ফেলে দিয়েছেন। পুরো প্রক্রিয়া চলাকালীন ওই রোগী জেগেছিলেন। অস্ত্রোপচারটি নর্থওয়েস্টার্ন মেডিসিন হাসপাতালে পরিচালিত হয়েছিল। শিকাগোর ২৮ বছর বয়সী জন নিকোলাসের দেহে যখন কিডনি প্রতিস্থাপন করা হয় তখন তিনি কোনও ব্যথা অনুভব করেননি। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টারও কম সময় পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সাধারণ অ্যানেস্থেশিয়ার পরিবর্তে, ডাক্তাররা জনের মেরুদণ্ডে অ্যানেস্থেসিয়া শট ব্যবহার করেছিলেন। এই প্রক্রিয়া সম্ভাব্যভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য ট্রান্সপ্লান্ট সহজ করে তোলে এবং হাসপাতালে থাকার সময় কমিয়ে দেয়। জন নিকোলাসের কথায়, "ওরা শুধু আমার মেরুদণ্ডে একটি ইঞ্জেকশন পুশ করেছিল। শরীরে ওই অংশটুকু বাদ দিলে আমি ওটিতে চিকিৎসকদের অপারেশনের পুরো পদ্ধতি নিজের চোখে দেখেছি। ওরা মাঝে মধ্যে আমার নাম ধরেও কথা বলছিল।"ট্রান্সপ্ল্যান্ট সার্জন এবং নর্থওয়েস্টার্ন মেডিসিন কমপ্রিহেনসিভ ট্রান্সপ্লান্ট সেন্টারের পরিচালক ডাঃ সতীশ নাদিগ বলেছেন -' রোগীকে জাগিয়ে রেখে এটি আমাদের কিডনি প্রতিস্থাপনের প্রথম কেস যেখানে রোগী পরের দিন বাড়িতে চলে যেতে পেরেছে।

বিজ্ঞাপন
রোগীকে অজ্ঞান করে কিডনি প্রতিস্থাপনের তুলনায় এক্ষেত্রে সফলতার সম্ভবনা অনেক বেশি থাকে। ইমপ্লান্ট করার আগে রোগীকে তার নতুন কিডনি দেখানো অবিশ্বাস্য একটি অভিজ্ঞতা ছিল আমাদের কাছে। '

চিকিৎসকরা জানাচ্ছেন, এটি অবশ্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ছিল। তবে নিকোলাসের বয়স যেহেতু কম, তাই এটুকু ঝুঁকি নিতে কোনও অসুবিধে ছিল না। রোগী নিজেও এ ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, নিকোলাস এখন পুরোপুরি সুস্থ রয়েছেন।সাধারণত, কিডনি প্রতিস্থাপনের রোগীরা ২-৩ দিন হাসপাতালে থাকে, কিন্তু নিকোলাস তার সফল অস্ত্রোপচারের মাত্র একদিন পরে ছাড়া পেয়ে যান । ১৬ বছর বয়স থেকে কিডনির সমস্যায় ভুগছিলেন নিকোলাস। তার কিডনির কার্যকারিতা কমে যাচ্ছিল এবং ২০২২ সালের মধ্যে একটি প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে পড়ে। একজন দাতা খুঁজে পাওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল। নিকোলাসের মা স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তিনি তাঁর কিডনি দান করতে পারেননি। সৌভাগ্যক্রমে, নিকোলাসের প্রিয় বন্ধু, প্যাট ওয়াইজ সাহায্যের হাত বাড়িয়ে দেন। বন্ধুকে নিজের একটি কিডনি দান করেন। নর্থওয়েস্টার্ন মেডিসিনের লক্ষ্য এই পদ্ধতি থেকে উপকৃত হতে পারে এমন নির্দিষ্ট রোগীদের জন্য AWAKE প্রোগ্রাম (Accelerated Surgery Without General Anesthesia in Kidney Transplantation) শুরু করা। এটি প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি নতুন দরজা খুলে দিতে পারে বলে মবে করেন ডাঃ নাদিগ।

সূত্র : ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status