ঢাকা, ২ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

নেপালে ভয়ঙ্কর ভূমিধস, ঘুমের মধ্যেই মৃত্যু গোটা পরিবারের

মানবজমিন ডিজিটাল

(২ দিন আগে) ৩০ জুন ২০২৪, রবিবার, ২:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে নেপালের পার্বত্য জেলায় ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলো গোটা একটি পরিবারের। তিন শিশু-সহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ অ্যান্ড রিডাকশন ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে দেশটির পার্বত্য অঞ্চলের তিনটি পৃথক এলাকায় ভূমিধসের কারণে ঘরবাড়ি চাপা পড়েছে। গুলমি জেলার মালেকা গ্রামে ঘুমন্ত অবস্থায় ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন দম্পতি, তাদের পুত্রবধূ এবং ৮ মাস বয়সী একটি মেয়েসহ দুই নাতি-নাতনি ছিলো। কর্মকর্তারা জানিয়েছেন, পার্শ্ববর্তী বাগলুং জেলায় আরও দু'জন এবং সায়াংজা জেলায় আরও দুজন নিহত হয়েছেন। সাধারণত জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নেপালে বর্ষা ঢুকে পড়ে। এ বছর নির্দিষ্ট সময়েই ১৩ জুন আনুষ্ঠানিকভাবে হিমালয়ের দেশটিতে প্রবেশ করেছে বর্ষা। তারপর থেকেই প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন অংশে দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন
ভূমিধস, হড়পা বান, বজ্রাপাতে মৃত্যু লেগেই রয়েছে। তবে এরফলে বুধবার সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে। জানা যাচ্ছে, গত ১৭ দিনে নেপালে বজ্রপাতের ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের এবং ভূমিধসের কারণে ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ৩৩ টি জেলা। একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণত জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশটিতে সক্রিয় থাকে মৌসুমী বায়ু। এই সময়ের মধ্যে প্রতিবছর প্রচুর ক্ষয়ক্ষতি হয় দেশটিতে। এবারও ক্ষয়ক্ষতি অব্যাহত রইল। এই ঘটনায় শোক প্রকাশ করেছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক। এইসব প্রাকৃতিক বিপর্যয়ের পরেই আহতদের উদ্ধারে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে এনডিআরএমএ।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status