ঢাকা, ২ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

বর্ণবাদী মন্তব্যে রিফর্ম ইউকে দলের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সুনাকের

মানবজমিন ডিজিটাল

(২ দিন আগে) ৩০ জুন ২০২৪, রবিবার, ১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

দরজায় কড়া নাড়ছে বৃটেনের সাধারণ নির্বাচন। আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। কেউ কাউকে এক পা-ও জমি ছাড়তে নারাজ।  এরমধ্যেই  রিফর্ম ইউকে দলের এক নেতা  অ্যান্ড্রু পার্কার এক কাণ্ড বাঁধিয়ে বসলেন। একটি টিভি চ্যানেলে দলের প্রধান তথা এবারের পার্লামেন্ট নির্বাচনে হাউস অব কমন্সের অন্যতম প্রার্থী নাইজেল ফারাজের হয়ে বক্তব্য রাখছিলেন পার্কার। সেখানেই সুনাক সরকারকে আক্রমণ করতে গিয়ে ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করে বসেন তিনি।  সুনাককে তিনি ‘পাকি’ বলে সম্বোধন করেন বলে অভিযোগ। ইউরোপীয় দেশগুলিতে বসবাসকারী দক্ষিণ এশীয়দের জন্য যা অত্যন্ত অবমাননাকর মন্তব্য বলে মনে করা হয়। বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী । ৪৪ বছরের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমার দুই মেয়েকেও আমার সম্পর্কে এই ধরনের মন্তব্য শুনতে হল।

বিজ্ঞাপন
এটা আমাকে আঘাত তো করেছেই, সেই সঙ্গে ক্ষুব্ধও করেছে। আমি কথাগুলো হালকাভাবে নিতে পারছি না। পাশাপাশি, ফারাজের দলকে হুঁশিয়ারি দিয়ে সুনাক বলেছেন - 'রিফর্ম ইউকে-র নেতারা যে ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করছেন, তা থেকে বোঝা যায় যে ঠিক কোন ধরনের সংস্কৃতিতে এই দল বিশ্বাস করে। 'পার্কার এভাবে সুনাককে  আক্রমণ করার পরে অবশ্য প্রবল সমালোচনার মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন ফারাজ। তিনি জানিয়েছেন, 'পার্কারের শব্দচয়ন ‘সাংঘাতিক ’।  তাদের প্রতি দলের কোনও সমর্থন নেই। তারা চাইলে অন্যত্র যেতে পারেন।’ রিফর্ম ইউকে প্রার্থীদের অবমাননাকর মন্তব্য করার এটাই একমাত্র ঘটনা নয়। এর আগেও, আপত্তিকর মন্তব্যের অভিযোগে এই দলের প্রার্থীদের একাংশকে বাদ দেওয়া হয়েছিল বা বরখাস্ত করা হয়েছিল। বর্ণবাদ বিরোধী সংস্থা হোপ নট হেট অনুসারে, রিফর্ম ইউকে বছরের শুরু থেকে ১৬৬জন প্রার্থীকে বরখাস্ত করেছে , যাদের মধ্যে অনেকেই বর্ণবিদ্বেষী বা আপত্তিকর মন্তব্য করেছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

পাঠকের মতামত

এই শব্দটি শুনেছিলাম। কিন্ত আমার ধারণা ছিল পাকিস্তান শব্দটির সর্টকাট পাকিস্তানীদের জন্য ব্যবহার করা হয়। এর উৎপত্তি সম্পর্কেও কোন ধারণা ছিল না । আজকে শিখলাম এর উৎপত্তি কিভাবে ।

Kazi
৩০ জুন ২০২৪, রবিবার, ২:৪৭ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status