ঢাকা, ২ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সম্পদ নিলামে বিক্রি করা দরকার, বদলি শাস্তি হতে পারে না

স্টাফ রিপোর্টার

(২ দিন আগে) ৩০ জুন ২০২৪, রবিবার, ৬:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৩ অপরাহ্ন

mzamin

দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করে তাদের সকল সম্পদ নিলামে বিক্রি করে দেয়া দরকার বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এমন মন্তব্য করেন। 
আব্দুল মোমেন লিখেছেন, “দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি কোনো কার্যকরী শাস্তি হতে পারে না। বরং দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে এবং তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেয়া দরকার এবং অবশ্যই তাকে তড়িৎবেগে চাকরিচ্যুত করতে হবে। বদলি শাস্তি হতে পারে না। মনে রাখতে হবে, সরকারি  চাকরিজীবী সবচেয়ে বড় হাতিয়ার ও সম্পদ হচ্ছে তার সরকারি চাকুরিটি। দুর্নীতি পরায়ণরা জনগণের শত্রু, দেশের শত্রু।”
 

উল্লেখ্য, দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হওয়ার অভিযোগ ওঠা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর ক্যাডারের কর্মকর্তা ও প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে আজ পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে। এর আগে ছাগল-কাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানের ব্যাপক দুর্নীতির ঘটনাও বের হয়ে আসে। পরে তাকেও পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়।

বিজ্ঞাপন

পাঠকের মতামত

কিছু দিন আলোচনা হবে, পরে সবকিছুই আগের মত চলতে থাকবে। শুধু একটি তদন্ত কমিটি করা হবে। তারা রিপোর্ট দিবে ২০ বছর পর।

সেলিম আহমদ
১ জুলাই ২০২৪, সোমবার, ২:০৭ অপরাহ্ন

নিলামে বিক্রি করা মানে দূর্নীতি বাদলের দোসররাই কম দামে কিনে নিয়ে সম্পত্তি হালাল করার প্রস্তাব। তার চেয়ে সব অবৈধ সম্পদ ক্রোক করে সরকারী খাস ঘোষণা করা হোক। সরকারের হাতে থাকলে এই অবৈধ উপায়ে অর্জিত সম্পদ ভোগ করার সুযোগ থাকবেনা দূর্নীতিবাজদের।

Sohel
১ জুলাই ২০২৪, সোমবার, ১:৩২ অপরাহ্ন

দেশের প্রধান সমস্যা দূনীতি, দখা যাক মোমেন সাহেবের প্রস্তাব বাসতবায়নে উনি কি ভুমিকা রাখে,

মো আশরাফ হোসেন
১ জুলাই ২০২৪, সোমবার, ৫:২৬ পূর্বাহ্ন

সাবেক পররাষ্ট্রমন্ত্রীর জীবনের সব চেয়ে অপূর্ব এবং গুরুত্বপূর্ণ বক্তব্য!!

ABDUL AZIZ MIR
৩০ জুন ২০২৪, রবিবার, ১১:৪২ অপরাহ্ন

মন্ত্রী থাকলে কিন্তু বলতেন না। এতো বড় জালিয়াতদের এখনো চাকরি থাকে কি করে? চাকরি থেকে আগে বরখাস্ত করে তারপর বিচার করা দরকার। এদের অর্জিত সমস্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকুলে বাজেয়াফত করা উচিত।

obaidur rahman
৩০ জুন ২০২৪, রবিবার, ৮:৩৪ অপরাহ্ন

অনেক দিন পর সুন্দর ও বাস্তব সম্মত এক প্রস্তাব পেলাম সাবেক পররাষ্ট্র মন্ত্রীর কাছে। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখার বিষয় সরকার আপনার কথা রাখে কিনা। যদি না রাখে তাহলে ধরে নিতে হবে দুর্নীতির বিরুদ্ধে zero tolerance শুধুই কথার কথা।

মুনির আহমদ
৩০ জুন ২০২৪, রবিবার, ৭:২৯ অপরাহ্ন

একটামাত্র আওমীলীগ তবু কিছুটা মানুষের মত কথা বলছে। সেজন্য ধন্যবাদ পেতেই পারেন।

Ehsanul Habib
৩০ জুন ২০২৪, রবিবার, ৭:১০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status