ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

কলকাতা বিমানবন্দরে লাগেজ ঘিরে বোমাতঙ্ক

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে

(২ দিন আগে) ২৮ জুন ২০২৪, শুক্রবার, ৬:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫০ অপরাহ্ন

mzamin

অন্যান্যদিনের মতোই শুক্রবার কলকাতা বিমানবন্দরে ব্যস্ততা ছিল তুঙ্গে।  এয়ার এশিয়ার i5-310 পুনেগামী বিমানের যাত্রীদের লাগেজ চেকিং চলছিল। সূত্র মারফত জানা গিয়েছে, লাগেজ চেক করার সময় পুনেগামী ওই বিমানের এক যাত্রী দাবি করেন যে তাঁর ব্যাগের মধ্যে বোমা রয়েছে। এদিকে এই ঘটনা শোনার পরেই বিমানবন্দরের কর্মীরা সতর্ক হয়ে যান। সুরক্ষা বাহিনীও দ্রুত ব্যবস্থা নেয়।  ওই যাত্রীকে আটক করা হয়। বিমানটিকেও খালি করে দেওয়া হয়। এদিকে দুটি বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রথমত ওই ব্যাগে আদৌ বোমা ছিল কি না। আর যদি বোমা না থাকে তাহলে কেন তিনি এই ধরনের কথা বললেন? কেবলমাত্র মজা করার জন্য বিমানবন্দরের মতো সংবেদনশীল এলাকায় এই ধরনের কথা বলা যায় না।

বিজ্ঞাপন
তারপরেও কেন তিনি এই কথা বললেন? ওই যাত্রীকে জেরা করে বিষয়টি জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে এপ্রিলের শেষদিকে পরপর দুবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেবার মেইল পাঠানো হয়েছিল কর্তৃপক্ষকে। হুমকি দেওয়া হয়, বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে বলে। তার পরই CISF জওয়ানরা চিরুনি তল্লাশি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও কিছু মেলেনি। কোথা থেকে মেইল এসেছিল, সেই হদিশও পাওয়া যায়নি।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status