ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে কিন্তু খবর ছিল: মোমেন

অনলাইন ডেস্ক

(২ দিন আগে) ২৮ জুন ২০২৪, শুক্রবার, ৪:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশ ও ভারতের ভালো সম্পর্কের ফলে উভয় দেশের কী অর্জন হয়েছে সে ব্যাপারে গবেষণার আহ্বান জানিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, অনেকে বলবেন, আমাদের কিচ্ছু (অর্জন) নেই। আমাদের দেশ থেকে কয়েক লাখ লোক ভারতে সহজে যাচ্ছে চিকিৎসার জন্য। সহজে যাচ্ছে বাজার-টাজার করার জন্য, এটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকতো, তাহলে কিন্তু খবর ছিল। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (ইআরডিএফবি) সভাটির আয়োজন করে।

মোমেন বলেন, 'আমরা এশিয়া মহাদেশে কোনো ছায়াযুদ্ধ চাই না। কারণ ছায়াযুদ্ধ হলে উন্নয়নশীল দেশ তো ক্ষতিগ্রস্ত হবেই, আর যেখানে যুদ্ধটা হবে সেটাও ধ্বংস হবে, আশেপাশের যারা উন্নত দেশ, আমাদের আশেপাশে উন্নত দেশ জাপান, দক্ষিণ কোরিয়া, উন্নয়নশীল হচ্ছে ইন্দোনেশিয়া-তাদেরও কিন্তু অর্থনীতিটা খারাপ হবে।

তিনি বলেন, 'সুতরাং বাংলাদেশের সেই দর্শন-আমরা শান্তি ও স্থিতিশীলতা চাই। এই অঞ্চলে আমরা কোনো ছায়াযুদ্ধ চাই না। এর ওপরও আমাদের গবেষণা দরকার।

বাংলাদেশ যোগাযোগ কেন্দ্র হয়ে উঠেছে মন্তব্য করে মোমেন বলেন, এই যোগাযোগের ফলে আমাদের অর্জন অনেক। আমি প্রায়ই শুনি কোনো কোনো লোক বলেন যে, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক হয়েছে, সোনালি অধ্যায় হয়েছে, আমাদের অর্জন কী? আমি মনে করি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এই মর্মে কাজ করতে পারে।

বিজ্ঞাপন
আমাদের এই সুসম্পর্ক হওয়ায় আমরা সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলতে পেরেছি, কঠিন জিনিস! বিভিন্ন দেশে এটা নিয়ে ঝগড়া-ঝাটি, আমরা একটা বুলেট খরচ করিনি। না করে আমরা আমাদের সীমানা নির্ধারণ করেছি, সেটা আওয়ামী লীগের নীতির কারণে। দ্বিতীয়ত, পানি বণ্টনের ভাগাভাগি আমরা করেছি। আমরা আমাদের সমুদ্রসীমা নির্ধারণ করেছি। এগুলো তো বড় অর্জন। তিনি বলেন, ভারতেরও অনেক অর্জন। তাদের পূর্ব সীমান্ত নিয়ে চিন্তা করতে হয় না। তাদের লাখ লাখ কোটি টাকা খরচ করতে হয় না। সুসম্পর্ক থাকার ফলে তাদের দেশের উন্নয়নটা টেকসই হচ্ছে। আমাদের দেশের উন্নয়নকে টেকসই করে রাখতে গেলে আমাদের অবশ্যই বৈশ্বিক সম্পর্ক বন্ধু পরায়ণ হবে। বন্ধু যদি না থাকে, বন্ধু পরায়ণ না হয়, তাহলে আমাদের এই উন্নয়নটা টেকসই হবে কি না সন্দেহ আছে। এই জন্য আমি বলি যে, আমাদের দরকার অভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা।

 


 

পাঠকের মতামত

লজ্জা হয় না এরকম কথাবার্তা বলতে,, মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা আছে কিন্তু এরা নিজেদের ব্যর্থতা স্বীকার না করে পাশের দেশের সফলতা নিজেদের করে দেখাচ্ছে।

Emon
২৮ জুন ২০২৪, শুক্রবার, ৭:৩২ অপরাহ্ন

গোলামী করতে চাইলে যে কেউ কারও গোলামী করতে পারে। দেশ ও জণগণেরে স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতার জন্য গোলামী করার পরিনাম ভালো হয়না। সেটা মিরজাফরী হয়।

আগন্তুক
২৮ জুন ২০২৪, শুক্রবার, ৭:৩০ অপরাহ্ন

বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে। ত ভারতে কেন চিকিৎসা নিতে যেতে হয়?? লজ্জা শরম থাকলে এসব উল্টো পাল্টা কথা জাতি কে শুনতে হতো না

Md al amin Khan
২৮ জুন ২০২৪, শুক্রবার, ৬:১৬ অপরাহ্ন

উনি মনে হয় ভুলে গেছেন, সংবিধান অনুযায়ী চিকিৎসা ৫ টি স্তম্ভের মদ্ধে একটি

Munir
২৮ জুন ২০২৪, শুক্রবার, ৬:০৪ অপরাহ্ন

জাপান, দক্ষিণ কোরিয়া আর ইন্দোনেশিয়া আমাদের আশে পাশের দেশ, এই লোকই দীর্ঘ দিন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কোন বিষয়ে জ্ঞান না থাকলে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ।

জামশেদ পাটোয়ারী
২৮ জুন ২০২৪, শুক্রবার, ৫:২৮ অপরাহ্ন

অতঅত রোগী ভারতে চিকিৎসার জন‍্য যাওয়াটা অর্জন হইলে দেশের হাসপাতালগুলি ক্রমান্বয়ে ব্ন্ধ করিয়া দিলেই ভালো।

মো হেদায়েত উল্লাহ
২৮ জুন ২০২৪, শুক্রবার, ৫:২৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status