ঢাকা, ২৯ জুন ২০২৪, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

ছ’মাসেই ফুটো অযোধ্যা রাম মন্দিরের ছাদ! বৃষ্টি হলেই ছাদ থেকে পড়ছে পানি

মানবজমিন ডিজিটাল

(৩ দিন আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ৪:৫০ অপরাহ্ন

mzamin

২২ জানুয়ারি মহা ধুমধাম করে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তখনই বিরোধীদের একাংশ অভিযোগ করেছিল, ভোটের স্বার্থে অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন করা হচ্ছে। ছয় মাসও কাটেনি রাম মন্দির উদ্বোধনের। জানা গিয়েছে, এবছরের প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটো হতে শুরু করেছে রাম মন্দিরে। যার ফলে মন্দিরের ভিতরে এবং আশপাশর কমপ্লেক্সে পানি জমেছে। ফলত মন্দিরের জলনিকাশি ব্যবস্থা দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। মন্দিরের প্রধান পুরোহিতের বক্তব্য, খাস গর্ভগৃহ অর্থাৎ যেখানে রামলালা বিরাজমান বা নতুন রাম মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে সেই ঘরের মেঝে ডুবে গিয়েছে। প্রধান পুরোহিতের বসার জায়গাও পানির তলায়। এমনকি ভিভিআইপি দর্শনার্থীদের দেবতা দর্শন স্থানটিরও একই দশা। তাঁর বক্তব্য, ভালো করে খতিয়ে দেখা দরকার মন্দিরের নকশায় কোনও গোলমাল আছে কি না।

বিজ্ঞাপন
ভারতীয় মুদ্রায় ১৮০০ কোটি টাকার খরচে ২.৭ একর জমির উপরে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির। এই মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনও ইস্পাত বা লোহা।

 শুধুমাত্র নির্মাণ শৈলীর উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে প্রায় কুতুব মিনারের কাছাকাছি উচ্চতার রাম মন্দির। এমনকি নাগরা স্থাপত্য শৈলীর সঙ্গে আধুনিক বিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছে রাম মন্দির। এটি তৈরির পিছনে রয়েছেন দেশের বিশাল নামি বিজ্ঞানীরা। সাহায্য নেওয়া হয়েছে ইসরোর। রাম মন্দিরের নির্মাণকাজ এখনও চলছে। তাই, সেখানে বহু সংখ্যায় ইঞ্জিনিয়াররাও আছেন। এত ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও, মন্দিরের ছাদ থেকে পানি পড়ায় বিস্মিত প্রধান পুরোহিত। তিনি বলেছেন, “খুবই আশ্চর্যজনক। এখানে অনেক ইঞ্জিনিয়ার আছেন। ২২ জানুয়ারিই প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এখনই ছাদ থেকে পানি পড়ছে, কেউ এটা ভাবতেও পারেনি।” গত কয়েকদিন অযোধ্যায় সামান্য বৃষ্টি হয়েছে। তাতেই মন্দিরের ছাদ চুঁইয়ে আসা বৃষ্টির পানি মেঝেতে জমে যায়। বিঘ্ন ঘটে পুজোয়। রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ মিশ্র অবশ্য আশ্বাস দিয়েছেন, সমস্যা মিটে যাবে। তাঁর বক্তব্য, মন্দিরের একটি মাত্র তল এখনও পর্যন্ত তৈরি হয়েছে। দ্বিতীয় তল তৈরির কাজ শুরু হয়েছে। বাকি দুটি তলের কথা বিবেচনায় রেখেই একতলার ছাদের কিছুটা অংশ ফাঁকা রাখা হয়েছিল। সেখান থেকেই পানি পড়েছে। এ নিয়ে চিন্তার কিছু নেই। সমস্যা মিটে যাবে। 

এদিকে, কংগ্রেস ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে মন্দির নির্মাণ এবং মন্দির শহরে নাগরিক সুবিধা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলেছে । উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান অজয় ​​রাই বলেন, 'শহীদদের কফিন হোক বা ঈশ্বরের মন্দির, এই সবই বিজেপির জন্য দুর্নীতির জায়গা হয়ে উঠেছে। এমনকি দেশে বিশ্বাস এবং পবিত্রতার প্রতীকগুলি তাদের কাছে লুটপাটের জায়গায় পৌঁছে গেছে । 'রাই বলেন, "শুধু তাই নয়, অযোধ্যার উন্নয়নের ঢোল পিটিয়ে ৬২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপথের অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে। বিজেপি অযোধ্যাকে শুধু নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য তাড়াহুড়ো করে নির্মাণের মাধ্যমে দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত করেছে"।

সূত্র: ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status