অনলাইন
সর্বোচ্চ করদাতা কাউছ মিয়া আর নেই
অনলাইন ডেস্ক
(১১ মাস আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৯ অপরাহ্ন

দেশের শীর্ষ করদাতা ব্যবসায়ী মো. কাউছ মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হাকিমপুরী জর্দা প্রস্তুতকারী কোম্পানির স্বত্বাধিকারী। সোমবার রাত পৌনে ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, আট ছেলে ও আট মেয়ে রেখে গেছেন।
কাউছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার বাদ জোহর ঢাকার আরমানীটোলা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
এ ব্যবসায়ী প্রতিবছর সর্বোচ্চ করদাতা হন। ২০০৮ সাল থেকে টানা ১৫ বছর তিনি সর্বোচ্চ করদাতা। কাউছ মিয়া ১৯৫৮ সালে কর দেওয়া শুরু করেন। এর আগে ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন কাউছ মিয়া। কাউছ মিয়ার জন্ম চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বরে। প্রথমে তিনি চাঁদপুরে ব্যবসা শুরু করেন। এরপর হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ ও পুরান ঢাকার আরমানীটোলায় ব্যবসা করেন।