খেলা
রদ্রিগেজ নৈপুণ্যে প্যারাগুয়েকে হারালো কলম্বিয়া
স্পোর্টস ডেস্ক
(১০ মাস আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১০:২৮ পূর্বাহ্ন

প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে দারুণভাবে কোপা আমেরিকার মিশন শুরু করলো কলম্বিয়া। ভোরে টেক্সাসের এনআরজি স্টেডিয়ামের এই ম্যাচে দুই দলই দুর্দান্ত খেলেছে। এমনকি ড্রয়ের সুযোগও এসেছিল প্যারাগুয়ের সামনে।
২০০১ সালের কোপা চ্যাম্পিয়নরা এদিন শুরু থেকেই চেপে ধরে প্যারাগুয়েকে। ৩২তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। হামেস রদ্রিগেজের ক্রস থেকে দারুণ হেডে কলম্বিয়াকে লিড এনে দেন দ্যানিয়েল মুনজ। ১০ মিনিট পর নিজের দ্বিতীয় অ্যাসিস্ট করেন রদ্রিগেজ। এবার জেফারসন লার্মাকে দিয়ে গোল করান কলম্বিয়া অধিনায়ক। ফ্রি-কিক থেকে দুর্দান্ত শট নেন রদ্রিগেজ। উড়ে আসা বলে দারুণ হেড করেন জেফারসন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।
৬৯তম মিনিটে প্যারাগুয়ের হ্যে জুলিও এনসিকো একটি গোল শোধ করে দেন। তবে সমতায় আর ফেরা হয়নি প্যারাগুয়ের। ২-১ ব্যবধানে জিতে টানা ২৪ ম্যাচে অপরাজিত থাকলো কলম্বিয়া।