খেলা
বাংলাদেশের সহকারী কোচ বললেন, টি-টোয়েন্টিতে শক্তিই আসল জিনিস
স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৪, মঙ্গলবারটি-টোয়েন্টি বোলারদের নয়, ব্যাটারদের খেলা। বাংলাদেশের বোলাররা ভালো করলেও পারছেন না ব্যাটাররা। আর সেখানেই পিছিয়ে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে টাইগাররা সুপার এইটে উঠলেও তাদের তেমন কাউকে দেখা যায়নি পাওয়ার হিটিংয়ে। বাংলাদেশ গ্রুপপর্বে যে ৩ ম্যাচ জিতেছে তা বোলারদের নৈপুণ্যে। অথচ বাকি দলগুলোর সাফল্যে বড় অবদান ব্যাটারদের। তবে যুক্তরাষ্ট্র তো বটে, ওয়েস্ট ইন্ডিজের কয়েকটি উইকেটেও রান তুলতে হিমশিম খেতে হচ্ছে ব্যাটারদের। তাই দোষটা সরাসরি বাংলাদেশি ব্যাটারদের দিচ্ছেন না নিক পোথাস। সাকিব-শান্তদের সহকারী কোচ অন্য দলের উদাহরণ টেনে বলেন, ‘শুধু আমাদের ব্যাটারদের কথা বললেই হবে না। পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটারদেরই সংগ্রাম করতে হয়েছে। ব্যাটিং এমন কেন হলো এটা ভাবতে গেলে একটু অন্য গ্রুপগুলোর সঙ্গে তুলনা করা উচিত। নিউ ইয়র্কে উইকেট কেমন ছিল সবাই দেখেছে। সেন্ট ভিনসেন্টেও এতটা সহজ ছিল না। ব্যাটাররা আপ্রাণ চেষ্টা করছে। ভারতীয় দলে দেখুন, ঋষভ পন্তের উইকেটে সেট হতে ১০ বল খেলতে হচ্ছে। শুরুতে সে খুবই শান্ত ছিল। হার্দিক (পান্ডিয়া) ও দুবেও (শিবম) ঠিক একই কাজ করেছে। কারণ, এখানে খেলাটা পাওয়ারের। দিন শেষে তারা কিন্তু বড় বড় ছক্কা হাঁকিয়েছে।’ সঙ্গে পোথাস এই সত্য বাক্যও জুড়ে দিলেন। তিনি বলেন, ‘শক্তিই আসল জিনিস টি-টোয়েন্টি ক্রিকেটে। আপনার হাতে শক্তি থাকলে আপনি শান্ত থেকেই খেলতে পারবেন।’ শক্তির দিক থেকে পিছিয়ে থাকা বাংলাদেশি ব্যাটারদের উন্নতির জন্য উপদেশও দিয়েছেন পোথাস। বাংলাদেশি পন্থায় কীভাবে ব্যাটারদের মধ্যে শক্তি বাড়ানো যায় সেদিকে দৃষ্টিপাত করে তিনি বলেন, ‘জেনেটিক্যালি পাওয়ার আপনি পাবেন না। তাই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা দেখেছি রিশাদের (হোসেন) ব্যাটিং। নিউজিল্যান্ড সিরিজ থেকে এখন পর্যন্ত সে খুব দ্রুত অনেক উন্নতি করেছে। তবে পাওয়ার তৈরি করতে সময় লাগবে। আপনাকে শক্তিশালী হতে হবে। ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার খুঁজতে হয় না। তাদের খেলোয়াড়েরা জন্মগতভাবেই শক্তিশালী। আমাদের তা নেই, তাই ভিন্নভাবে এটা অর্জন করতে হবে। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশন থেকে শুরু করে আর কীভাবে বাংলাদেশি পন্থায় শক্তি পাওয়া যায় আমরা দেখছি। আইপিএলে যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড়ও সফল হতে পারে। এটা প্রত্যেক ক্রিকেটারকে নিজে গড়ে তুলতে হবে। অন্য কেউ আপনাকে এটা করে দিবে না। পুরো বিশ্বের সব ক্রিকেটার আইপিএলে যায়। স্তাবসের (ত্রিস্তান) মতো বাচ্চা ছেলেও আইপিএলে যাচ্ছে কারণ সে জোরে মারতে পারে। আইপিএলের আগে সে দক্ষিণ আফ্রিকার হয়েও খেলেনি। কিন্তু পাওয়ারের কারণে এত এত টাকা কামাচ্ছে। পাওয়ার ইজ কি। কেউ জন্মগতভাবে পায়, কেউ অর্জন করে। তাই পাওয়ার অর্জনের কোনো না কোনো পথ বের করতে হবে।’