ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

ভারত

কানাডায় পড়তে গিয়ে পার্ট টাইম চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরছে ভারতীয় পড়ুয়ারা

মানবজমিন ডিজিটাল

(১০ মাস আগে) ২৪ জুন ২০২৪, সোমবার, ৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন

mzamin

কানাডায় কয়েক ডজন ভারতীয় এবং অন্যান্য বিদেশী শিক্ষার্থীকে একটি জনপ্রিয় কফি এবং ফাস্ট-ফুড চেইন টিম হর্টনসের সামনে চাকরির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সম্প্রতি, টরন্টোর একজন ভারতীয় ছাত্র নিশাত, টিম হর্টনস আউটলেটের বাইরে আবেদনকারীদের দীর্ঘ লাইনের  একটি ভিডিও শেয়ার করেছেন, যা আন্তর্জাতিক ছাত্রদের মধ্যে কর্মসংস্থানের তীব্র প্রতিযোগিতার চিত্র তুলে ধরে। ভিডিওতে নিশাত শেয়ার করেছেন যে তিনি টরন্টোর একজন ছাত্র এবং এক মাস ধরে একটি পার্ট টাইম চাকরির সন্ধান করে চলেছেন। সময়ের ৩০ মিনিট আগে  টিম হর্টনসের সামনে পৌঁছে গেলেও তিনি দেখতে পান ইতিমধ্যেই   সেখানে আবেদনকারীদের লম্বা লাইন। লম্বা লাইনের দিকে তাকিয়ে আশেপাশের শ্বেতাঙ্গ মানুষেরাও হতবাক হয়ে যান এই ভেবে যে এখানে কী কিছু ঘটেছে ? নিশাত জানাচ্ছেন, টিম হর্টনসের কর্মীরা তাদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে তাদের সেখান থেকে চলে যেতে বলে। সেইসঙ্গে জানিয়ে দেয়  তারা একটি ইন্টারভিউ কল পাবে। কিন্তু সেই কল আদৌ আসবে কিনা তা ভেবে নিশাত বেশ উদ্বিগ্ন।  কারণ সে শহর থেকে বেশ খানিকটা দূরেই থাকে। ভাইরাল হওয়া ভিডিওতে কানাডায় চাকরির সংকট এবং ক্রমবর্ধমান বেকারত্বের পর্দা ফাঁস করেছে। আরও বেশ কয়েকজন ভারতীয় ছাত্র বলেন যে, তারাও এদেশে চাকরি খুঁজছে, কিন্তু এখনও পর্যন্ত ভাগ্য সহায় হয়নি। নিশাতের ভিডিওটি দেখে একজন নেট ব্যবহারকারী বলেছেন, ‘কানাডায় অপ্রয়োজনীয় ভিড়ের কারণে বেঁচে থাকার জন্য চাকরি পাওয়া প্রায় অসম্ভব।’ আরেকজন বলেছেন, ‘নির্মাণকাজ,  ট্রাক মেরামত বা চালানো শিখুন। কানাডায় এই চাকরির চাহিদা রয়েছে।’

তৃতীয় একজন লিখেছেন, ‘৬ মাস হয়ে গেছে এবং আমি এখনও আমার পার্ট টাইম চাকরি খুঁজছি! আন্তর্জাতিক ছাত্রদের জন্য জীবন কতটা কঠিন তা এখানে এলে বোঝা যায়।’

বিদেশী শিক্ষার্থীদের অনেকেই জানিয়েছেন, সুযোগ, বৃদ্ধি এবং চোখে একরাশ  স্বপ্ন নিয়ে কানাডায় পা রাখলেও এখন অনেকের কাছেই অচেনা ঠেকছে দেশটিকে।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

I agree with previous coment. So many Bangladeshi also fly Canada for higher education but their actual aims is stay there. wish for them better life. I have no idea actual condition in Canada.]

Miraz Hossain
২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:৪৪ পূর্বাহ্ন

Many of you came to Canada not for higher studies but to settle down here, then move to USA later.

Mustafizur Rahman
২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ৪:০৫ পূর্বাহ্ন

Real picture and it's true.

Anisur Rahman
২৪ জুন ২০২৪, সোমবার, ৬:৪৮ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status