ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

সংসদে বার্তা মোদির

'আমরা চাই বিরোধীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে'

মানবজমিন ডিজিটাল

(৭ মাস আগে) ২৪ জুন ২০২৪, সোমবার, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১১ অপরাহ্ন

mzamin

একক সংখ্যাগরিষ্ঠতায় নয়, জোটসঙ্গীদের উপর ভর করে তৃতীয়বার ভারতের  ক্ষমতায় এসেছে বিজেপি। ফের প্রধানমন্ত্রীর চেয়ার বসেছেন নরেন্দ্র মোদি। সোমবার থেকে ১৮ তম সংসদ অধিবেশন শুরু হয়েছে।  সকাল ১০টা নাগাদ প্রোটেম স্পিকার হিসেবে বিজেপির ভতৃহরি মহতাবকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। প্রোটেম স্পিকারই আপাতত লোকসভার কাজ চালাবেন। নতুন সংসদ ভবনে সোম ও মঙ্গলবার সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান। এদিন সাংসদ হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদিও।  সংসদে প্রবেশের আগে আজ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি । বলেন, 'সংসদীয় গণতন্ত্রে জন্য আজকের দিনটি অত্যন্ত গৌরবের। স্বাধীনতার  পর প্রথমবার নতুন সংসদ ভবনে সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। এতদিন পুরনো সংসদ ভবনে শপথ গ্রহণ হত। আমি সকল নবনির্বাচিত সাংসদদের স্বাগত জানাই, সকলকে অভিনন্দন জানাই, শুভকামনা জানাই।'  

একইসঙ্গে নতুন সংসদ ভবনে তৃতীয়বার সরকার চালাতে প্রতিশ্রুতি দিলেন মোদি । বার্তা দিলেন বিরোধীদের। শুরুতেই প্রধানমন্ত্রী মোদির বার্তা- ‘আমরা চাই বিরোধীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে। গণতন্ত্রকে মজবুত করার জন্য বিরোধীদের শক্তিশালী হওয়া খুব প্রয়োজন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাজে সাহায্য করবে।  ২০৪৭ সালের মধ্যে শ্রেষ্ঠ ভারত নির্মাণ, বিকশিত ভারত তৈরির স্বপ্ন নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার অধিবেশন।’

প্রধানমন্ত্রী ১৯৭৫ সালে কংগ্রেস সরকার দ্বারা জারি করা জরুরি অবস্থার কথাও উল্লেখ করেন। এরপর লোকসভা ভোট নিয়ে বলেন, ‘লোকসভা নির্বাচন খুব ভালভাবে সম্পন্ন হয়েছে। এটা ১৪০ কোটি দেশবাসীর কাছে গর্বের। ৬৫ কোটিরও বেশি জনগণ মতদান করেছেন। জনগণ আমাদের উদ্দেশ্য, নীতিতে সিলমোহর দিয়েছেন। এরজন্য সকলকে ধন্যবাদ। বিগত ১০ বছরে আমরা একটা পরম্পরাকে প্রতিষ্ঠিত করেছি। তৃতীয় মেয়াদে আমরা তিনগুণ কঠোর পরিশ্রম করব এবং তিনগুণ ফলাফল আনব।’ তবে  লোকসভা ভোটের ফলপ্রকাশ ও সরকার গঠনের মাঝেই দেশে NEET, NET-সহ একাধিক সর্বভারতীয় স্তরের পরীক্ষা নিয়ে কেলেঙ্কারি, রেল দুর্ঘটনার মতো বড় কয়েকটি ঘটনা ঘটে গেছে। তার জেরে  প্রথম দিন থেকেই বিরোধীরা সরকারকে চাপে ফেলতে প্রস্তুত।

সূত্র : হিন্দুস্থান টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status