ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

নাসার কাছে ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করলো মার্কিন পরিবার

মানবজমিন ডিজিটাল

(৮ মাস আগে) ২৪ জুন ২০২৪, সোমবার, ১১:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন

mzamin

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পড়ে বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে নোটিশ পাঠালেন এক মার্কিন দম্পতি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে মামলা করেছেন ওই দম্পতি। নোটিশে বলা হয়েছে, গত ৮ মার্চ আকাশ থেকে ফ্লোরিডার নেপলসের আলেজান্দ্রো ওটেরোর বাসভবনের ছাদে পতিত হয় মার্কিন স্যাটেলাইটের একটি ধ্বংসাবশেষ। সেটির ওজন ছিল ৭০০ গ্রামের কিছু বেশি। এতে ছাদের একাংশে ফুটোর সৃষ্টি হয়েছে। 

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন  বা (নাসা)  নিজেও স্বীকার করেছে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ফেলে দেওয়া স্পেস জাঙ্কের অংশ। নাসা নিশ্চিত করেছে যে, ওই ধ্বংসাবশেষটি আসলে ব্যবহৃত ব্যাটারির একটি কার্গো প্যালেটের অংশ। ২০২১ সালে বর্জ্য হিসেবে প্যালেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বর্জ্য হিসেবে ফেলে দেয়া হয়েছিল এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যালেটটির বিভিন্ন অংশ পুড়ে নিশ্চিহ্ন গেলেও কিছু অংশ অক্ষত থেকে যায়। সেই অংশটিই বাড়িটির ছাদে আঘাত করেছে। ঘটনার সময়  ওটেরো দম্পতির  ছেলে বাড়িতে ছিলেন।  দম্পতির পক্ষের আইনজীবী মিকা এনগুয়েন ওয়ার্থি এএফপিকে বলেন, আমার মক্কেলদের ক্ষতিপূরণের দাবি যৌক্তিক। কারণ ধ্বংসাবশেষটি ছাদের ওপর না পড়ে যদি তাদের কারো শরীরে পড়ত, তাহলে প্রাণহানি ঘটতে পারত।

আইন সংস্থা ক্র্যানফিল সুমনার একটি বিবৃতিতে বলেছে, মহাকাশে স্যাটেলাইট পাঠানোর সাথে সাথে  ‘স্পেস বর্জ্যের’  সমস্যা পাল্লা দিয়ে বেড়েছে এবং নাসার প্রতিক্রিয়া ভবিষ্যতের দাবিগুলো কীভাবে পরিচালনা করা হবে তার নজির স্থাপন করতে পারে। যদিও নাসা তাৎক্ষণিকভাবে এএফপি-এর  কাছে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি।

সূত্র : সায়েন্স এলার্ট

পাঠকের মতামত

ভাগ্যিস দম্পতির জীবন রক্ষা পেয়েছে । ভবিষ্যতে এই সব ধ্বংসাবশেষ পড়ে অনেক মানুষের প্রাণ হানির সম্ভাবনাও আছে । মহাকাশ এখন স্যাটেলাইট ভর্তি ।

Kazi
২৪ জুন ২০২৪, সোমবার, ২:৩১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া/ আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেয়া হয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status