অনলাইন
নাসার কাছে ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করলো মার্কিন পরিবার
মানবজমিন ডিজিটাল
(৮ মাস আগে) ২৪ জুন ২০২৪, সোমবার, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পড়ে বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে নোটিশ পাঠালেন এক মার্কিন দম্পতি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে মামলা করেছেন ওই দম্পতি। নোটিশে বলা হয়েছে, গত ৮ মার্চ আকাশ থেকে ফ্লোরিডার নেপলসের আলেজান্দ্রো ওটেরোর বাসভবনের ছাদে পতিত হয় মার্কিন স্যাটেলাইটের একটি ধ্বংসাবশেষ। সেটির ওজন ছিল ৭০০ গ্রামের কিছু বেশি। এতে ছাদের একাংশে ফুটোর সৃষ্টি হয়েছে।
ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা (নাসা) নিজেও স্বীকার করেছে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ফেলে দেওয়া স্পেস জাঙ্কের অংশ। নাসা নিশ্চিত করেছে যে, ওই ধ্বংসাবশেষটি আসলে ব্যবহৃত ব্যাটারির একটি কার্গো প্যালেটের অংশ। ২০২১ সালে বর্জ্য হিসেবে প্যালেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বর্জ্য হিসেবে ফেলে দেয়া হয়েছিল এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যালেটটির বিভিন্ন অংশ পুড়ে নিশ্চিহ্ন গেলেও কিছু অংশ অক্ষত থেকে যায়। সেই অংশটিই বাড়িটির ছাদে আঘাত করেছে। ঘটনার সময় ওটেরো দম্পতির ছেলে বাড়িতে ছিলেন। দম্পতির পক্ষের আইনজীবী মিকা এনগুয়েন ওয়ার্থি এএফপিকে বলেন, আমার মক্কেলদের ক্ষতিপূরণের দাবি যৌক্তিক। কারণ ধ্বংসাবশেষটি ছাদের ওপর না পড়ে যদি তাদের কারো শরীরে পড়ত, তাহলে প্রাণহানি ঘটতে পারত।
আইন সংস্থা ক্র্যানফিল সুমনার একটি বিবৃতিতে বলেছে, মহাকাশে স্যাটেলাইট পাঠানোর সাথে সাথে ‘স্পেস বর্জ্যের’ সমস্যা পাল্লা দিয়ে বেড়েছে এবং নাসার প্রতিক্রিয়া ভবিষ্যতের দাবিগুলো কীভাবে পরিচালনা করা হবে তার নজির স্থাপন করতে পারে। যদিও নাসা তাৎক্ষণিকভাবে এএফপি-এর কাছে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি।
সূত্র : সায়েন্স এলার্ট
পাঠকের মতামত
ভাগ্যিস দম্পতির জীবন রক্ষা পেয়েছে । ভবিষ্যতে এই সব ধ্বংসাবশেষ পড়ে অনেক মানুষের প্রাণ হানির সম্ভাবনাও আছে । মহাকাশ এখন স্যাটেলাইট ভর্তি ।