খেলা
বাটলার ঝড়ে সেমিফাইনালে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ২৩ জুন ২০২৪, রবিবার, ১১:৩৮ অপরাহ্ন

শুরুতেই যুক্তরাষ্ট্রের টপ অর্ডার গুড়িয়ে দিলেন আদিল রশিদ। শেষদিকে হ্যাটট্রিকসহ এক ওভারে ৪ উইকেট নিলেন ক্রিস জর্ডার। তাতে অল্পতে আটকে গেলো যুক্তরাষ্ট্র। এরপর অধিনায়ক জস বাটলারের তাণ্ডবে আগেভাগে জিতে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড।
বারবাডোজে রোববার সুপার এইটের ম্যাচে ১০ উইকেটে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। ৬ বলের মধ্যে শূন্য রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১১৫ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করতে ইংল্যান্ডের লক্ষ্য ছুঁতে হতো ১৮.৪ ওভারের মধ্যে। তাদের লাগলো কেবল ৯.৪ ওভার। ৭ ছক্কা ও ৬ চারে স্রেফ ৩৮ বলে অপরাজিত ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক বাটলার।
ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে এই সংস্করণে হ্যাটট্রিকের কীর্তি গড়ে ৫ বলের মধ্যে যুক্তরাষ্ট্রের শেষ ৪ উইকেট নেন জর্ডান। এই পেসার ২.৫ ওভারে রান দেন কেবল ১০। যদিও ম্যাচের সেরা তিনি নন। ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়ে পুরস্কারটি জেতেন লেগ স্পিনার রশিদ।
সুপার এইটে গ্রুপ দুইয়ে ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন দুই নম্বর গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। তাদের সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সমান ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে আছে ওয়েস্ট ইন্ডিজ।