ভারত
জেলে দ্রুত ওজন কমছে কেজরিওয়ালের, উদ্বিগ্ন আম আদমি পার্টি
মানবজমিন ডিজিটাল
(৭ মাস আগে) ২৩ জুন ২০২৪, রবিবার, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২১ অপরাহ্ন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার দল আম আদমি পার্টির সদস্যরা। তাদের অভিযোগ , তিন মাস আগে আবগারি নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কেজরিওয়ালের স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে শুরু করে। ২১শে মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে তার ওজন আট কেজি কমেছে। আপের অভিযোগ, ৭০ কেজি থেকে মুখ্যমন্ত্রীর ওজন উদ্বেগজনকভাবে ৬২ কেজিতে নেমে এসেছে। শারীরিক পরীক্ষার জন্য একটি বেসরকারী হাসপাতালের ডাক্তারদের জরুরি সুপারিশ সত্ত্বেও,আপ অভিযোগ করেছে, হেফাজতে থাকা মেডিকেল বোর্ড দ্বারা শুধুমাত্র তার কিছু রক্ত পরীক্ষা করা হয়েছিল। গুরুতর হার্ট এবং ক্যান্সার স্ক্রিনিংগুলি মুলতুবি রাখা হয়। দলের একটি বিবৃতি অনুসারে, অরবিন্দ কেজরিওয়ালের শারীরিক অবস্থার গুরুত্বের কথা তুলে ধরে, প্রয়োজনীয় চিকিৎসা মূল্যায়ন সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত সাত দিনের অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করা হয়েছিল। কারণ তার বিচার বিভাগীয় হেফাজতের সময় ক্রমাগত ওজন হ্রাস তার স্বাস্থ্য এবং সুস্থতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ সৃষ্টি করেছে। আপের দাবি, মুখ্যমন্ত্রীর ক্রমাগত ওজন হ্রাসকে ডাক্তাররা গুরুতর বলে মনে করছেন। কেজরিওয়ালের স্বাস্থ্যের পতনের মূল কারণটি মোকাবেলা এবং বোঝার জন্য ‘তাৎক্ষণিক এবং পুঙ্খানুপুঙ্খ চিকিৎসা মূল্যায়ন’ এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তারা। যদিও AIIMS মেডিকেল বোর্ড এখনও পর্যন্ত কেজরিওয়ালের রক্তের সাথে সম্পর্কিত ‘শুধুমাত্র প্রাথমিক পরীক্ষা’ পরিচালনা করেছে বলে অভিযোগ আম আদমি পার্টির। প্রসঙ্গত কেজরিওয়াল ডায়াবেটিস রোগে আক্রান্ত। এর আগে গ্রেফতারির পর ইডি হেফাজতে থাকাকালীন তার ওজন কমেছিল ৪ কেজি। এমনকি সুগারের মাত্রা কমে ৪৬ এ নেমে গিয়েছিল। চিকিৎসকদের মতে, যা খুবই বিপজ্জনক। ফের দ্রুত ওজন কমতে থাকায় জটিল কোনও রোগে দিল্লির মুখ্যমন্ত্রী আক্রান্ত হয়েছেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে দলের অন্দরে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস