ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

প্রবাস

বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

(৭ মাস আগে) ২২ জুন ২০২৪, শনিবার, ১০:৩৫ অপরাহ্ন

mzamin

বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সে (বিবিসিসিআই)-এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বৃটেনের স্বনামধন্য জাজ মোহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের ও সলিসিটর মোহাম্মদ খালেদ নুর।

গত ২০শে জুন এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুধু মাত্র প্রেসিডেন্ট পদের জন্য। মোহাম্মদ রফিক হায়দার ও মহিব উদ্দিন চৌধুরীর মধ্যে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার ২২ টি ভোট পেয়ে বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মহিব উদ্দিন চৌধুরী পেয়েছেন ১২ ভোট। সংগঠনের অন্যান্য পদে ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত মোহাম্মদ নুরুজ্জামান ও আতাউর রহমান কুটি, ডাইরেক্টর জেনারেল দেওয়ান মাহদী চৌধুরী ও ডেপুটি ডাইরেক্টর জেনারেল এমদাদ আহমেদ, ফাইনান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, লন্ডন রিজিওনাল প্রেসিডেন্ট মনির আহমেদ, ডাইরেক্টর ইন্টারনাশনাল এফেয়ার্স মঈন উদ্দিন, ডাইরেক্টর মেম্বারশিপ মো: আব্দুল মুমিন, ডাইরেক্টর কমিউনিটি এফেয়ার্স আহমেদ হাসান ও ডাইরেক্টর প্রেস পাবলিসিটি মিসবাহ আহমেদ বিএস চৌধুরী।

বিদায়ী প্রেসিডেন্ট বিশিষ্ট বাবসায়ী সাঈদুর রহমান রানুর সবাইকে স্বাগত জানানোর মাধ্যমে ও বিদায়ী ডাইরেক্টর জেনারেল আবুল হায়াত নুরুজ্জামানের সাবলীল উপস্হাপনায়, যুক্তরাজ্যে নিযুক্ত মাননীয় হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের প্রধান অতিথির বক্তব্যে বিবিসিসিআই'র নতুন প্রেসিডেন্ট রফিক হায়দারসহ কমিটির সকলকে অভিনন্দন জানান।

বিবিসিসিআই এর বোর্ড অব ডিরেক্টরস ও চীফ এডভাইজার্স ও এডভাইজাররা ও সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ অনেকে ডিনার অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন কমিটির সকলকে অভিনন্দন জানান।

বিবিসিসিআইর ডাইরেক্টরস সাঈদুর রহমান রানু, ডক্টর ওয়ালি তছর উদ্দিন এমবিই, এম আর চৌধুরী মাহতাব, শাহাগীর বখত ফারুক, বশির আহমেদ, আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মহিব উদ্দিন চৌধুরী, এ হামিদ চৌধুরী, মোহাম্মদ নুর মিয়া, কাউন্সিলার জাহাঙ্গীর হক, আবুল কালাম আজাদ, মাহতাব মিয়া, আবুল হায়াত নুরুজ্জামান, আতাউর রহমান কুটি, মনির আহমেদ, দেওয়ান চৌধুরী মাহদী, হেলাল উদ্দিন খান, মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মুমিন, আহমেদ হাসান, রফিক হায়দার, গোলাম কিবরিয়া ওয়েছ, মোস্তফা আহমেদ লাকি, মঈন ঊদ্দিন, আলি মোহাম্মদ জাকারিয়া, আব্দুল মোহাইমিন মিয়া, এমদাদ আহমেদ, ডঃ সানাউর চৌধুরী, মুসলেহ আহমেদ, আতাহির খান, এম এ কাইয়ূম, আব্দুল ওয়াছে চৌধুরী, শাহানুর খান, মিসবাহ আহমেদ চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status