প্রবাস
খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্য বিএনপির মিলাদ মাহফিল
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(৬ মাস আগে) ২৪ জুন ২০২৪, সোমবার, ৭:৪৭ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। ২৩শে জুন রোববার লন্ডনস্থ ব্রিকলেন জামে মসজিদে বাদ আসর এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক মিসবাহুজ্জামান সোহেল, খসরুজ্জামান খসরু, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, বাবুল আহমেদ চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান মুজিব, সহ দপ্তর সেলিম আহমেদ, সহ-প্রচার সম্পাদক মইনুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপ শাখার সমন্বয়ক কামাল উদ্দিন, সেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, যুবদল সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন। কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য বাবর চৌধুরী, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন প্রমুখ।