প্রবাস
বাংলাদেশিদের নিয়ে কিয়ার স্টারমারের মন্তব্যের প্রতিবাদে পদত্যাগ করলেন ডেপুটি লিডার সাবিনা আখতার
আরিফ মাহফুজ , লন্ডন থেকে
(৬ মাস আগে) ২৮ জুন ২০২৪, শুক্রবার, ৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন
বৃটেনের জাতীয় নির্বাচনের আগমুহূর্তে দল থেকে পদত্যাগ করলেন ডেপুটি লিডার বাংলাদেশি বংশদ্ভূত কাউন্সিলর সাবিনা আখতার। নিজ দলের নেতা স্যার কিয়ার স্টারমারের বাংলাদেশ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে তিনি পদত্যাগ করলেন।
সাবিনা আখতারের অভিযোগ , নির্বাচনের আগমুহূর্তে টিভি বিতর্কে স্টারমার বাংলদেশ সম্পর্কে কথা বলেছেন যা 'অযাচিত ছিল।
বুধবার বৃটেনের জনপ্রিয় মিডিয়া দৈনিক ‘ডেইলি সান’ আয়োজিত একটি বিতর্ক অনুষ্ঠানে স্যার কিয়ার স্টারমার বাংলাদেশ নিয়ে এক মন্তব্যে বলেন, এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশগুলো থেকে যদি কেউ আসে, তাদের ফেরত পাঠানো হচ্ছে না। কারণ বর্তমান সরকারের তেমন কোনও প্রক্রিয়া নেই। আমি অবশ্যই তাদের বাংলাদেশের উড়োজাহাজেই তুলে দিব।
স্টারমারের এমন মন্তব্যে বৃটেনের বাংলাদেশি কমিউনিটিতে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আর এর জেরেই পদত্যাগপত্র জমা দেন লেবার পার্টির নেত্রী সাবিনা আখতার।
পদত্যাগ পত্রে তিনি লেখেন, আমি লেবার পার্টি হতে আমার কাউন্সিলের বাংলাদেশি বংশদ্ভূত প্রথম নারী স্পিকার ছিলাম। গর্ববোধ করতাম লেবার পার্টিকে নিয়ে, কিন্তু আমাদের দলীয় প্রধানের বক্তব্য বাংলাদেশি কমিউনিটির উদ্দেশ্যে যেভাবে কটাক্ষ করে করা হয়েছে তা আমাকে লজ্জিত করেছে। আমি সারাজীবন লেবার পার্টির জন্য সোচ্চার ছিলাম, কিন্তু আমাদের কমিউনিটিকে ছোট করে দেয়া লেবার পার্টির প্রধান নেতার বক্তব্য আমাকে ব্যথিত করেছে। উল্লেখ্য তিনি দীর্ঘদিন থেকে লেবার পার্টির রাজনীতি করে আসছে। পদত্যাগের আগে তিনি লেবার পার্টির একজন ডেপুটি লিডারও ছিলেন।
এটাই হলো দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। নিজের ব্যাক্তি স্বার্থের উর্দ্ধে উঠে জন্মস্হানের সন্মান রক্ষায় দৃঢ় সংকল্প ব্যক্ত করে উনি দৃষ্টান্ত স্হাপন করলেন। নিরন্তর শুভকামনা রইলো....
স্যালুট আপনাকে।