ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

ওবায়দুল কাদেরের প্রশ্ন

রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবেন?

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ জুন ২০২৪, শনিবার, ২:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৫ পূর্বাহ্ন

mzamin

‘রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবেন’- এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিবিদরা চাঁদা তুলে পরিবার চালাবেন? ব্যবসা করলে তো আপত্তি নেই। সৎ ব্যবসা করলে আপত্তি নেই। অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন সম্পন্ন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত। আওয়ামী লীগের শোভাযাত্রা আনন্দঘন ও উৎসবমুখর হয়েছে। আগামীকাল প্রতিষ্ঠাবার্ষিকীতেও স্বতঃস্ফূর্ত, সুশৃঙ্খল এবং আনন্দঘন উপস্থিতি হবে এই সোহরাওয়ার্দী উদ্যানে। 
‘৭৫ বছরে আওয়ামী লীগের কোনো অপ্রাপ্তি রয়েছে কী না’- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অপ্রাপ্তির বিষয় সেভাবে দেখছি না। প্রাপ্তির খাতায় হিসেব করে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে অপ্রাপ্তিটা রাজনৈতিক। আমাদের অসমাপ্ত কাজ বিজয়কে সুসংহত করতে পারিনি৷ সাম্প্রদায়িকতা বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এই সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তিকে পরাজিত ও পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে।

 

পাঠকের মতামত

সেতু ভেঙ্গে মাইক্রোবাস নদীতে পড়ে নয়জন কনেযাত্রী নিহতের ঘটনার দায়ভার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।

নিহাল
২২ জুন ২০২৪, শনিবার, ১১:৫৬ অপরাহ্ন

গবেষণা সংস্থার পরিসংখ্যান হলো ৬৫-৬৭% এমপি ব্যবসায়ী বাকিরা সাবেক আমলা সাবেক শিক্ষক ও পেশাহীন রাজনীতিক। সে বিবেচনায় যারা বিরোধী দলে আছেন তাদের পরিসংখ্যানও একই রকম হবে। এমন সহরাজনীতিকের জন্য কম ভেবে ঐ স্খলিত স্বভাবের আমলা যারা অবসরোত্তর অনায়াস লব্ধ পেশা রাজনীতি যেন চাইলেই না পায় সে দিকে নজর দিন।

মোহাম্মদ হারুন আল রশ
২২ জুন ২০২৪, শনিবার, ৪:১৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status