খেলা
বেলজিয়ামকে হারিয়ে দিলো স্লোভাকিয়া
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৮ জুন ২০২৪, মঙ্গলবার, ১:২১ পূর্বাহ্ন

শক্তি-সামর্থ্যে তো বটেই, বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়েও এই দুই দলের মাঝে বিস্তর ফারাক। স্লোভাকিয়ার যেখানে র্যাঙ্কিংয়ে অবস্থান ৪৮ নম্বরে, সেখানে বেলজিয়াম আছে তৃতীয় স্থানে! অথচ সেই বেলজিয়ামকেই হারিয়ে দিলো স্লোভাকিয়া।
জার্মানির স্টুটগার্টে আজ ‘ই’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে স্লোভাকিয়া। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেছেন ইভান শারাঞ্জ।
বেলজিয়ামের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। দুই দলের আগের তিন দেখায় বেলজিয়ামের জয় ছিল একটি। বাকি দুই ম্যাচ হয়েছিল ড্র।
সপ্তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেয় প্রতিযোগিতার ১৯৭৬ সালের চ্যাম্পিয়ন।
ইউরাই কুচকার জোরালো শট ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক, আলগা বল পেয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড শারাঞ্জ।