ঢাকা, ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

সেন্টমার্টিন দখল হচ্ছে এসব তথ্য সঠিক নয়, বিএনপি-জামায়াত গুজব ছড়াচ্ছে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৪, রবিবার, ২:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪৪ অপরাহ্ন

mzamin

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেন্টমার্টিন দখল হচ্ছে এসব তথ্য সঠিক নয়, এসব গুজব ছড়ানো হচ্ছে। বিএনপি-জামায়াত এসব গুজব ছড়াচ্ছে। বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে। এখনও সেটাই করছে। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সেন্টমার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব-জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন, যা নিয়ে ন্যূনতম তাদের ধারণা নেই। 
তিনি বলেন, সেন্টমার্টিনে যে গুলির ঘটনা ঘটেছে, সেটা করেছে আরাকান আর্মি। মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী সেটা করেনি। সরকার এখানে নির্বিকার নয়। এখানে প্ররোচনার কোনো দরকার নেই।

বিজ্ঞাপন
যে জাহাজ সেন্টমার্টিনের কাছে ভাসমান ছিল সেটি এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। সেন্টমার্টিনে খাদ্যবাহী যান নিয়মিত যাওয়া আসা করছে। 
কাদের বলেন, আমরা কারও সঙ্গে কখনও নতজানু আচরণ করিনি, করবো না। কয়েক দিন আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে। মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করছে বাংলাদেশ, আমরা সতর্ক অবস্থায় রয়েছি। সেনাবাহিনীসহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থায় রয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী সেন্টমার্টিন নিয়ে যে আশঙ্কা করেছেন, তা অমলূক নয়। সেটি খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধ জাহাজ তারা পাঠিয়েছে বলে আমরাও পাঠাবো এমন নয়, পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। গায়ে পড়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধানোর কোনো প্রয়োজন নেই বাংলাদেশের। 
তিনি বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়েছে বিএনপি, পরে তাদের জঙ্গি কাজে ব্যবহার করেছে। রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে। সেই কূটনৈতিক প্রয়াস অব্যাহত আছে।
 

পাঠকের মতামত

ঘটনার ভুক্তভোগী প্রত্যক্ষদর্শীরা বলেছে মিয়ানমারের সরকারি বাহিনীই গুলি করেছে, আর ইনি ঢাকায় বসে থেকে বলছেন "সেন্টমার্টিনে যে গুলির ঘটনা ঘটেছে, সেটা করেছে আরাকান আর্মি। মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী সেটা করেনি।" যেন মিয়ানমার সরকারের ভাড়া করা মুখপাত্র। আসলে ইনি যাদের প্রতিনিধিত্ব করেন তাদের তো দেখি মুখ বুঁজে হাত-পা গুটিয়ে থেকে লাথি-অপমান সয়ে যাবার ক্ষমতা অসাধারণ। সেই লাথি-অপমান যে পুরো জাতির ওপরেও এসে পড়ছে তাতে তাদের কিছুই যায় আসে না।

মুরাদ কবির
১৭ জুন ২০২৪, সোমবার, ৬:০৮ পূর্বাহ্ন

preemptive strike ছাড়া সেন্ট মার্টিন রক্ষা করা যাবেনা।

mohd. Rahman ostrich
১৭ জুন ২০২৪, সোমবার, ৩:২২ পূর্বাহ্ন

"বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে।" - আহাহা, বিএনপিকে ওই কৃতিত্ব দেয়া হবে কেন? কে নিজেই যেন সগর্বে যতো অর্বাচীন মার্কা হাস্যকর কথা বলে যাচ্ছেন নিয়ম ক'রে প্রতিদিনই? রোজ রোজ কতোই না বিনোদিত হই তাতে! ব্যাপক ধন্যবাদ জানাই তাকে।

কুশল মালাকার
১৭ জুন ২০২৪, সোমবার, ২:২৮ পূর্বাহ্ন

সেতুমন্ত্রির উচিৎ নয় পররাষ্ট্রের বিপদাপদ যুদ্ধ বিদ্রোহ নিয়ে কথা বলার আদৌ কোন প্রয়োজন নেই। কারণ যে বিষয়ে যার প্রাজ্ঞতা নেই সে বিষয়ে মাথা ঘামালে অজ্ঞতার স্ফুরণ ঘটা স্বাভাবিক। বাংলাদেশের যেখানে সেতু নেই সেখানে যেন সেতু নির্মান না করা লাগে আর যেখানে সেতু আছে ওগুলোকে যাতে পুলে পরিণত করা যায় তদ্বিষয়ে ওনার গবেষনায় নিয়োজিত থাকাই উত্তম। তা নাহলে বিভ্রান্তি মূলক বয়ানের আশংকা থেকেই যাবে।

আলমগীর
১৬ জুন ২০২৪, রবিবার, ৯:০৭ অপরাহ্ন

গুজবের ফ্যাক্টরি হচ্ছে আওয়ামীলীগ। আর ভোট ডাকাত কাক কাদের কয় বিএনপি জামাত গুজব ছড়াচ্ছে। পাবলিক কি ঘাস খায়?

Mamun
১৬ জুন ২০২৪, রবিবার, ৮:২৪ অপরাহ্ন

god father benzir

rimon
১৬ জুন ২০২৪, রবিবার, ৭:৩৫ অপরাহ্ন

আপনারা না পারলে খমতা ছাড়ুন তারপর আমরা খমতা গিয়ে দেখি কিছু করা যায় কিনা ।

Md.Shahidul Islam
১৬ জুন ২০২৪, রবিবার, ৭:১০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status