অনলাইন
এক নজরে ঢাকায় ঈদের জামাত
অনলাইন ডেস্ক
(১০ মাস আগে) ১৬ জুন ২০২৪, রবিবার, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ অপরাহ্ন

সোমবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এবারও ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৭টায় এই ঈদের জামাতে অংশ নেবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ। তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে প্রেসিডেন্ট সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে পাঁচটি জামাত। সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টায় এবং ১০টা ৪৫ মিনিটে এসব জামাত হবে।
এদিকে সকাল সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও হবে ঈদুল আজহার জামাত।
সকাল ৮টায় এবং ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত হবে। একই সঙ্গে সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সকাল ৮টায় ও ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় জামাত হবে। বুয়েটের খেলার মাঠে সকাল ৭টায় হবে ঈদের জামাত। এছাড়া সকাল ৮টায় আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
এছাড়া ধানমন্ডির ১২/এ রোডের তাকওয়া মসজিদে সকাল ৮টায়, ৩ নম্বর রোডের এনায়েত মসজিদে সকাল সাড়ে ৭টায়, ৭ নম্বর রোডের বাইতুল আমান মসজিদে সকাল ৮টায়, সোবহানবাগ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে।
গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহে ঈদের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।
মিরপুর ১২ এর হারুণ মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে সকাল ৭টায় নামাজ অনুষ্ঠিত হবে।