খেলা
ইউরো
হাঙ্গেরিকে হারিয়ে শুভ সূচনা সুইজারল্যান্ডের
স্পোর্টস ডেস্ক
(৭ মাস আগে) ১৫ জুন ২০২৪, শনিবার, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৬ অপরাহ্ন

প্রথমার্ধে দুই গোল করে জয়ের ভিত গড়লো সুইজারল্যান্ড। তখন বিবর্ণ হাঙ্গেরি দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলল। ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর আভাসও দিলো। কিন্তু হার এড়াতে পারলো না তারা, শেষ সময়ে তারা গোল হজম করলো আরেকটি। দারুণ জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল সুইসরা।
কোলনে আজ ‘এ’ গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে সবশেষ ১০ দেখায় ৭টিতেই হাঙ্গেরি হারল। সুইসদের বিপক্ষে তাদের সবশেষ জয় সেই ১৯৯৮ সালে, প্রীতি ম্যাচে। দুয়া সুইসদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুন করেন মিচেল এবিশা। বার্নাবাস ভার্গা ব্যবধান কমানোর পর সুইজারল্যান্ডের তৃতীয় গোলটি করেন ব্রিল এমবোলো।
ম্যাচ শুরু হতেই এদিন রেকর্ডে নাম লেখান হাঙ্গেরির অধিনায়ক দমিনিক সোবোসলাই। পুরুষদের ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক এখন লিভারপুলের এই মিডফিল্ডার (২৩ বছর ৭ মাস ২১ দিন)।