খেলা
ম্যান ইউনাইটেডেই থাকছেন টেন হাগ
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১২ জুন ২০২৪, বুধবার, ৯:০৪ অপরাহ্ন

ওল্ড ট্র্যাফোর্ডেই আরো এক মৌসুম থাকছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ম্যানইউ প্রিমিয়ার লীগে অষ্টম হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ৫৪ বছর বয়সী এই ডাচ কোচ। উঠেছিল বরখাস্তের দাবিও। কিন্তু এফএ কাপে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে আরো এক মৌসুম দল পরিচালনার সুযোগ পাচ্ছেন টেন হাগ।
ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, টেন হাগের চুক্তির মেয়াদ আগামী মৌসুমের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। মৌসুম শেষে ক্লাবের অবস্থা পর্যালোচনা করতে বসেছিল ইউনাইটেড বোর্ড। এফএ কাপ ফাইনালের পর শুরু হওয়া পর্যালোচনা শেষে ম্যানচেস্টারের ক্লাবটির পরিচালনা পর্ষদ টেন হাগকে রেখে দেওয়ার পক্ষে মত দিয়েছে। অবশ্য এর আগে ইউরোপিয়ান মিডিয়া বলেছিল, এফএ কাপের ফাইনালে ফল যাই হোক না কেন টেন হাগের বরখাস্ত নিশ্চিত। তবে বাস্তবতা হলো ভিন্ন। দুর্বার সিটির বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ২-১ গোলের জয়ে শিরোপা জিতে নেয় ইউনাইটেড। আর এই শিরোপা জয়ই পাল্টে দিয়েছে টেন হাগের ভাগ্য।
২০১৩ সালে অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর টেন হাগ ইউনাইটেডের ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন। ওই মৌসুমেই ইউনাইটেডকে ইংলিশ প্রিমিয়ার লীগের তৃতীয় স্থানে নিয়ে যান তিনি। কিন্তু ২০২৩-২৪ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ৮ম স্থানে থেকে শেষ করে লীগ। ফলে ইউরোপা লীগে নেমে যায় দলটি।