ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১২ জুন ২০২৪, বুধবার, ২:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৮ পূর্বাহ্ন

mzamin

কর ফাঁকি দেয়ার মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশসহ পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ঠিক সেভাবেই ড. ইউনূসের মামলা পরিচালিত হচ্ছে। দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ড. ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে। তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক।

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে। সে মামলার ব্যাপারে আমি বলেছি- মামলাটি আদালতে চলমান রয়েছে। আদালতে যে মামলা চলমান থাকে সে মামলা সম্পর্কে আইনমন্ত্রী কোনো কথা বলেন না সে ব্যাপারটাও তাদেরকে (ইউরোপিয়ান প্রতিনিধি দল) বলেছি।

আরেকটি বিষয় আমি বলেছি-তার বিরুদ্ধে ট্যাক্স না দেয়ার মামলা রয়েছে। তার একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন। অন্যান্য মামলা যেগুলো রয়েছে সেগুলোও ট্যাক্স না দেয়ার মামলা।

মন্ত্রী বলেন, ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে শ্রম আইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আইন, ডেটা প্রটেকশন ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গা ইস্যু এবং সর্বশেষ এন্টি ডিসস্ক্রিমিনেশন বেল সম্পর্কেও তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা ড. ইউনূসের মামলা সম্পর্কে জিজ্ঞেস করেছিল। এসব ব্যাপারেও তাদের সঙ্গে কথা হয়েছে।

তিনি বলেন, আমরা কবে নাগাদ শ্রম আইন পাস করতে যাচ্ছি এসব তারা জানতে চেয়েছিল। আমি তাদের বলেছি- আন্তর্জাতিক শ্রম আদালতে আমাদের বিরুদ্ধে যে নালিশ করা হয়েছিল সেই নালিশটার আমরা শেষ চাই। আমি তাদের বলেছি শ্রম আইন নিয়ে আমরা যথেষ্ট কাজ করেছি। শ্রম আইন সংশোধন নিয়েও কাজ করছি। আমার মনে হয় বিষয়টা শেষ করে দেয়া উচিত। আগামী নভেম্বরে তাদের যে গভর্নিং বডির মিটিং হবে সেখানে আমাদের সমর্থন করার জন্য তাদের সঙ্গে কথা হয়েছে।

ড. ইউনূসের বিষয়ে কি কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ড. ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে তাদের দেশ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে সেসব বিষয়গুলো তারা পরিষ্কার হতে চেয়েছিলেন। ড. ইউনূসের ব্যাপারে যেসব মামলা রয়েছে আমি তাদের সেসব বলেছি। তাদেরকে বলেছি-তিনি শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছিলেন সেখানে মামলা হয়েছে। তাকে সাজা দেয়া হয়েছে। ১০৮ জন শ্রমিক ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করেছেন।

পাঠকের মতামত

প্রস্তাবটা ওঠা উচওত ছিল আইন আদালত সংশ্লিষ্ট কারো পক্ষ থেকে। আমাদের দুর্ভাগ্য, প্রস্তাবটা তুলতে হলো ড.ইউনুস স্যারকে।দেশের মানুষ এতে অপমানিত নয় বরং সম্মানবোধ করছে।।

সুমন
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৫:২৩ পূর্বাহ্ন

ড. ইউনূসের মন্তব্য নয়, বরং আমাদের মন্ত্রী সাহেবদের কথাবার্তাই জাতিকে অপমানিত আর লজ্জিত করে।

আজমল মুরাদ
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার, ২:২৫ পূর্বাহ্ন

দেশের জনগণ আইন মন্ত্রীর বক্তব্যের সাথে একমত নন। বরং দেশের লোক ডঃ ইউনূসের মন্তব্যকে সত্য বলে স্বীকার করে।

আজিজ
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার, ১:০০ পূর্বাহ্ন

তিনি কি দেশের মানুষের উদ্দেশ্যে মন্তব্য করেছেন? সরকারের উদ্দেশ্য? আর সরকার কি মানুষের প্রতিনিধিত্ব করে?

ইকবাল কবির
১২ জুন ২০২৪, বুধবার, ৭:১৫ অপরাহ্ন

ডঃ মুহাম্মদ ইউনূস স্যার বাংলাদেশল ৯০%মানুষের মনের কথারে পাগলা। শুধু বুঝে না পা চাটা দালালরা

Kalam bangali
১২ জুন ২০২৪, বুধবার, ৭:০১ অপরাহ্ন

ডঃ ইউনুস স্যারের মন্তব্য দেশের নব্বই শতাংশ মানুষের মনের কথা।বিনা ভোটের সরকারের জন্য বিব্রত হতে পারে,কিন্তু জনগনের মনের কথাই বলেছেন।

MU
১২ জুন ২০২৪, বুধবার, ২:৪৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status