খেলা
ফুলটস পেয়ে কেন একটিও ছক্কা মারতে পারেনি বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৪, বুধবার
শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। এ সময় বাঁহাতি স্পিনার কেশব মহারাজের হাতে বল তুলে দেন প্রোটিয়া অধিনায়ক অ্যাইডেন মারক্রাম। স্পিনার দিয়ে শেষ ওভার করানো সবসময়ই ঝুঁকিপূর্ণ। তবে সোমবার তাতেই সফল দক্ষিণ আফ্রিকা। অথচ ওই ওভারে ৩টি ফুলটস ডেলিভারি করেন কেশব। কিন্তু তার একটিতেও বাউন্ডারি আদায় করতে পারেনি বাংলাদেশ। এই না পারার পেছেন অন্যতম ভূমিকা রেখেছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের বাতাস। শেষে কেশব মহারাজ যে প্রান্ত দিয়ে বোলিং করছিলেন বাতাস ছিল উল্টো দিকে। অর্থাৎ বাতাস বইছিল বোলিং প্রান্ত থেকে ব্যাটিং প্রান্তের দিকে। খুব ঝড়ো না হওয়ায় বাইরে থেকে অতটা বোঝা যায়নি। তবে শেষ পর্যন্ত ওই বাতাসই পার্থক্য গড়ে দিয়েছে। বিশেষ করে ওভারের পঞ্চম বলে ফুলটস বলে মাহমুদউল্লাহ রিয়াদ যে শটটা খেলেছিলেন, সেটা যেকোনো দিনেই বাউন্ডারির বাইরে আছড়ে পড়বে। এদিনও সেটাই হওয়ার কথা ছিল। বাউন্ডারি লাইনে দাঁড়ানো মারক্রামকে দেখেও মনে হচ্ছিলো, তিনি হাল ছেড়ে দিয়েছেন, বল বাইরেই পড়বে। কিন্তু শেষ মুহূর্তে বাতাসের ধাক্কায় বল আটকে যায় আর দুর্দান্ত ক্যাচ নিয়ে উল্লাসে মেতে ওঠেন তিনি। আর একই কারণে এক ওভারে ৩টি ফুলটস ডেলিভারি করেন কেশব। তার উদ্দেশ্য ছিল ব্লক হোলে বল করা। যাতে করে বড় মাঠ আর উইকেটের বিবেচনায় ওখান থেকে তুলে না মারতে পারেন ব্যাটাররা। কিন্তু বাতাস বলের দিকে থাকায় বল আর মাটিতে নামেনি, সোজা ফুলটস হয়ে যায়। তবে কেশবের চাওয়া না মিললেও ফল মিলে গেছে! পরিকল্পনা বাস্তবায়ন না হলেও ম্যাচের ফল তাদের পক্ষেই গেছে।