বিশ্বজমিন
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে রাশিয়ার ২ পাইলট নিহত
মানবজমিন ডেস্ক
(৪ মাস আগে) ১১ জুন ২০২৪, মঙ্গলবার, ১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৬ অপরাহ্ন
রাশিয়ার এসইউ-৩৪ নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলের ওসেতিয়া প্রদেশের দুর্গম পাহাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়েছে, প্রশিক্ষণের সময় রাশিয়ার এরোস্পেস ফোর্সের এসইউ-৩৪ নামের একটি জেট বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুই পাইলট নিহত হয়েছেন।
তবে এখনও দুর্ঘটনার সুস্পষ্ট কারণ জানা যায়নি। এখন পর্যন্ত যান্ত্রিক ত্রুটিকেই এই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে কাজ করছে সংশ্লিষ্টরা।