খেলা
ম্যাচ হেরেও আশার বাণী তানজিম সাকিবের
স্পোর্টস ডেস্ক
(৫ মাস আগে) ১১ জুন ২০২৪, মঙ্গলবার, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫০ অপরাহ্ন
শক্তিশালী দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৪ রানে হেরেছে বাংলাদেশ। কিন্তু ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের আশার বাণীই শোনালেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিব বলেন, ‘আশা করছি পরের দুই ম্যাচ জিতেই সুপার এইটে যাব আমরা।’
৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দেওয়া তানজিম সাকিব বলেন, ‘লো স্কোরিং এই ম্যাচটা জেতা উচিত ছিল। আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাট করতে চেষ্টা করেছে, দক্ষিণ আফ্রিকার বোলাররা অনেক ভালো করছে। এই উইকেটে রান তোলা সহজ নয়। ব্যাটসম্যানরা অনেক চেষ্টা করেছে। আমরা দুর্ভাগা ছিলাম, তাই ম্যাচটা জিততে পারিনি।’
তানজিম মনে করেন পুরো টিমটা যেভাবে জ্বলে উঠছে তাতে ভবিষ্যতে ভালো কিছু হবে। তিনি বলেন, ‘ক্রিকেটটা তো টিম গেম। কখনো বোলাররা ভালো করবে, ব্যাটসম্যানরা ব্যাকআপ দিবে। আবার কখনো ব্যাটসম্যানরা ভালো করবে, বোলাররা ব্যাকআপ দিবে। এটা শেষ পর্যন্ত দলীয় খেলা। আমরা চেষ্টা করছি, যেন আমাদের খুব ভালো সমন্বয় হয়। তবে আমরা ভালো খেলছি। আমরা অনেক আত্মবিশ্বাসী। আমরা আশা করি পরের দুই ম্যাচ আমরা অনেক ভালো করব। দুই ম্যাচেই জিতব এবং পরের পর্বে যাব।’
এই মুহূর্তে পুরো দল রিচার্জড আছে বলে মনে করেন দলের নির্ভরতার প্রতীক হয়ে ওঠে জুনিয়র সাকিব। তিনি বলেন, ‘মানসিকভাবে আমরা অনেক শক্ত আছি। আমাদের দলীয় একতা অসাধারণ। আমি মনে করি, আমরা যদি এভাবে খেলতে থাকি, তবে কোনো দলই আমাদের কাছে ব্যাপার নয়। আর এটা নিয়ে আমরা আলোচনা করি যে টি-টোয়েন্টিতে যেকোনো দলকে আমরা হারাতে পারি।’
তানজিম হাসান সাকিবের এমন দৃঢ় ও আত্মপ্রত্যয়ী বিশ্বাস বলে দিচ্ছে বাংলাদেশ দলের মানসিক অবস্থা এখন খুব ভালো। ১৩ই জুন নেদারল্যান্ডসের সঙ্গে বড় ব্যবধানে জয় নিয়ে ফিরতে চায় টিম টাইগার্স।