ঢাকা, ২৪ জুন ২০২৪, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় একজন আটক

জাবেদ রহিম বিজন,ব্রাহ্মণবাড়িয়া থেকে

(২ সপ্তাহ আগে) ৭ জুন ২০২৪, শুক্রবার, ৮:৪২ অপরাহ্ন

mzamin

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজ হত্যায় জড়িত জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি মো: হাসান আল ফারাবী জয়কে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর ৪টার দিকে নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়। জয়ের বাবা ঢাকার সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো: ইয়াকুব আলী তার ছেলেকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন। 

নেত্রকোনায় কাউসার নামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন জয়। সেখান থেকেই পুলিশ আটক করে তাকে। ময়মনসিংহে চাচাতো বোন জামাই জিয়ার বাড়িতে প্রথমে আত্মগোপন করেন জয়। সেখান থেকে নেত্রকোনায় আরেক চাচাতো বোনের বাড়িতে চলে যান। ময়মনসিংহ থেকে চাচাতো বোনের জামাই জিয়াকে নিয়ে পুলিশ নেত্রকোণা গিয়ে আটক করে তাকে। 

তবে জেলার পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে মুখ খুলছেন না। এর আগে বৃহস্পতিবার রাতে ১৬জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজের পিতা হাজী মো. আমিনুর রহমান।  ওই মামলায় ২ নম্বর আসামি করা হয় মো: হাসান আল ফারাবী জয়কে। ১ নম্বর আসামী করা হয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকাকে।

বিজ্ঞাপন
মামলার এজাহারে অভিযোগ করা হয় খোকার হুকুমেই ইজাজকে গুলি করে জয়।  ঘটনার পরপরই গুলি করে জয়ের বীরদর্পে চলে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। তার এক গুলিতেই শেষ হয়ে যায় ইজাজের জীবন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইজাজের মাথা থেকে গুলিটি অপসারণ করা হয়। গত ৫ই জুন শহরের কলেজপাড়ায় এই হত্যা ঘটনা ঘটে। 
ইয়াকুব আলী এবং তার স্ত্রী দু’জনেই শিক্ষক। তাদের  একমাত্র পুত্র জয় বখে যায় অল্প বয়সে। পিতা ইয়াকুব আলী বলেন-রাজনীতির কারণেই তার ছেলের এই অবস্থা। জয়ের বাড়ি নবীনগরের বিটঘর গ্রামে। শহরের কলেজপাড়ায় বসবাস তাদের।  

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status