ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

ভারত

কেন সরকার গঠনের স্বপ্ন দেখছে ইন্ডিয়া জোট?

মানবজমিন ডিজিটাল

(৩ মাস আগে) ৪ জুন ২০২৪, মঙ্গলবার, ৪:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

২০২৪-এর লোকসভা নির্বাচনের এবারের ফলাফলের প্রবণতা ইন্ডিয়া জোটকে বড় আশা জাগিয়েছে। এখন পর্যন্ত ২৭২ আসনের ম্যাজিক সংখ্যা থেকে অনেক দূরে তারা। এই ধারা বজায় থাকলে, ইন্ডিয়া জোটের সরকার গঠনের জন্য আরও অন্তত ৪০-৪৫টি আসনের প্রয়োজন হবে। এর জন্য এনডিএ ভাঙতে হবে। ইন্ডিয়া জোটের সূচনা হয়েছিল জেডিইউ-এর হাত ধরেই। আর ভোটের কয়েক মাস আগে পর্যন্তও এনডিএ-র বাইরেই ছিল টিডিপি। তাই, এই দুই দলকেই নিশানা করেছে ইন্ডিয়া জোট।  সরকার গঠনের বিষয়ে এগিয়ে এনডিএ। তবে, জোর লড়াই দিচ্ছে ইন্ডিয়া জোটও। ৫৪৩ আসনের মধ্যে, এখনও পর্যন্ত, এনডিএ এগিয়ে ২৯৫ আসনে, আর ইন্ডিয়া জোট এগিয়ে ২৩০ আসনে। আর ২০টি মতো আসনে এগিয়ে অন্যান্যরা। এই অবস্থায় সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই পক্ষই। এদিকে জল মাপছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। অন্ধ্রপ্রদেশে ১৬ আসনে এগিয়ে টিডিপি, আর বিহারে ১৪-১৫টি আসনে এগিয়ে জেডিইউ। দুজনেই এনডিএ-র সদস্য। তবু, কংগ্রেস এই দুই দলের সঙ্গেই কথা বলবে বলে জানিয়েছে। এখনও পর্যন্ত ফলাফলের যা প্রবণতা, তাতে সরকার গঠনের বিষয়ে আরামদায়ক জায়গায় রয়েছে এনডিএ। জেডিইউ এবং টিডিপি ইন্ডিয়া জোটের সঙ্গে এলে, আরও অন্তত ৩০টি আসন যুক্ত হবে ইন্ডিয়া জোটে। এর বাইরে ২০টি আসনে এগিয়ে আছে ‘অন্যান্য’রা। এই অন্যান্যদের মধ্যে রয়েছে নবীন পট্টনায়কের বিজেডি, শিরোমণি অকালি দল, এআইমিম, সিকিম ক্রান্তিকারী মোর্চাদের মতো ছোট দল এবং নির্দলরা। এদের মধ্যে কয়েকজনকে নিজেদের দিকে টানতে পারলেও, সরকার গঠন করা সম্ভব ইন্ডিয়া জোটের পক্ষে। এখন দেখার জল কোন দিকে গড়ায়।

পাঠকের মতামত

জল মোদির দিকেই গড়াবে। কেননা, মোদির আছে লক্ষ লক্ষ কোটি রুপি। অপরদিকে, রাহুল গান্ধী বা তাঁর মা সোনিয়া গান্ধীর অতপরিমাণ রুপি থাকার কথা নয়, যত পরিমাণ থাকলে তারা অন্যান্য ছোটোখাটো দলগুলোকে কিনে নিতে পারতো। তাই, যে যা-ই বলুক এটাই চরম সত্য যে, বর্তমান বাংলাদেশ ও ভারতে সবগুলো রাজনৈতিক দলই রাজনীতি করে অর্থ, সম্পদ, পদ-পদবী, প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতার লোভে। সুতরাং, এসব যে যত বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবে, তারাই এই ছোটখাটো দলগুলোকে কিনে নিয়ে সরকার গঠন করবে। তাই, এসব বিবেচনায় এই দৌড়ে মোদির পাল্লাটাই বেশি ভারি। আর, মোদি যদি পুনরায় ভারতের ক্ষমতায় আসে, তাহলে সেটা ভারতের অহিন্দু সাধারণ মানুষের জন্যও যেমন বিপদ, তেমনি বাংলাদেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষের জন্যও একটি মহা অশনিসংকেত।

মুসলিম উদ্দিন
৬ জুন ২০২৪, বৃহস্পতিবার, ১:৫৪ পূর্বাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status