ঢাকা, ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব ১৪৪৬ হিঃ

ভারত

এবারের লোকসভা নির্বাচনে ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম কংগ্রেসের

মানবজমিন ডিজিটাল

(৭ মাস আগে) ৪ জুন ২০২৪, মঙ্গলবার, ১২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৫ অপরাহ্ন

mzamin

২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচারে ৪০০ আসন পার করে যাওয়ার স্লোগান দিয়েছিল বিজেপি। বুথফেরত সমীক্ষাও দাবি করেছিল, আগের দুবারকে ছাপিয়ে তৃতীয়বার বিরাট জয় পেতে চলেছে গেরুয়া শিবির। যদিও জনতার রায় সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ২০১৪ এবং ২০১৯ এর ব্যর্থতার পর ১০০-র বেশি আসনে জয় পেতে চলেছে কংগ্রেস। অন্যদিকে ২২৭টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। চমকে দিয়ে এনডিএকে ‘কাঁটে কা টক্কর’ দিচ্ছে ইন্ডিয়া। তার চেয়েও বড় কথা এবারের লোকসভা নির্বাচনে ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম হতে দেখা যাচ্ছে কংগ্রেসকে। ভোট গণনার শুরুতেই দেখা যায় , কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার রায়বরেলি ও ওয়েনাড আসনে এগিয়ে আছেন। রায়বরেলি আসনটি উত্তর প্রদেশে অবস্থিত। আর ওয়েনাড আসনটি অবস্থিত কেরালায়। 

রামমন্দির নিয়ে কম তোলপাড় হয়নি দেশের রাজনীতিতে। কিছুদিন আগেই সেই রামমন্দিরের উদ্বোধনও হয় তবে রামমন্দিরে মন ভরেনি সাধারণ মানুষের? অযোধ্যায় প্রায় ৩০ হাজার ভোটে পিছিয়ে বিজেপি। আমেঠিতে ১৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী। পিছিয়ে রয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। পঞ্জাবে মোট ১৩টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী ৬টি আসনে এগিয়ে কংগ্রেস। আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৩টি আসনে। পাঞ্জাবে সবথেকে বেশি আসনে লিড নিয়ে রেখেছে কংগ্রেসই। বুথফেরত অধিকাংশ সমীক্ষা ইঙ্গিত দিয়েছে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ তৃতীয় বারের জন্য সরকার গড়ছে। কোনও কোনও সমীক্ষাতে এ-ও ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, বিজেপি একাই ৩৫০-৩৭৫ আসন পেতে পারে। এনডিএ ‘৪০০ পার’ করে যাবে। সেখানে কংগ্রেস-সহ বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আশানুরূপ ফল করবে না বলেও ইঙ্গিত দিয়েছে বুথফেরত সমীক্ষাগুলি। কিন্তু সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে কংগ্রেসনেত্রী তথা রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী দাবি করেছিলেন ,বুথফেরত সমীক্ষার সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে। কংগ্রেসনেত্রী বলেন, ‘‘অপেক্ষা করুন আর দেখুন। আমরা খুব আশাবাদী যে, বুথফেরত সমীক্ষায় যা দেখিয়েছে, আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে।’ মঙ্গলের সকালে ফলাফল বেরোনো শুরু হতেই যেন মিলে যায় সোনিয়ার ভবিষ্যৎবাণী।

পাঠকের মতামত

মির্জা ফকরুল ইসলাম আলমগীর কোনো এক সময় বিএনপিকে ''ফিনিক্স পাখি'' বলে ঘোষণা দিয়েছিলো।

mohd. Rahman ostrich
৭ জুলাই ২০২৪, রবিবার, ৮:০২ পূর্বাহ্ন

ব্যক্তিবাদের অবসান হবে আশা করছি ভারতে সত্যিকার গণতন্ত্র ফিরে আসুক।

মিলন আজাদ
৫ জুন ২০২৪, বুধবার, ৮:৫৫ অপরাহ্ন

মোদিকে দেখলেই ঘেন্না লাগে,,এইসব গরুর মুত্র খাওয়াদের দেখলে যে আমাদের বমি হওয়ার উপক্রম হয় এটা তারা জানে না,,আফসোস...

আওলাদ
৫ জুন ২০২৪, বুধবার, ৪:১৬ পূর্বাহ্ন

প্রমাণিত মানুষের স্বভাবজাত ধর্ম পরিবর্তন ভালোর দিকে, আলোর দিকে, মোদি গুজরাটের কসাই না হলেও কাছাকাছি, ভদ্রলোক নয়।

Arif Zobayer
৫ জুন ২০২৪, বুধবার, ১:৩৬ পূর্বাহ্ন

এই বেটা মুদি কোন নেতাই নয়।হিন্দু ইজম তুলেই দুইবার পার পাইছে। নেতা হইতে হয় সেকুলার। সেকুলার হয়ে জিতেই বলতে হয় আমিই নেতা।

রাশিদ
৪ জুন ২০২৪, মঙ্গলবার, ১:৫৭ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status