ভারত
প্রাথমিক ফল: বারানসিতে পিছানোর পর এগিয়ে মোদি
মানবজমিন ডেস্ক
(৪ মাস আগে) ৪ জুন ২০২৪, মঙ্গলবার, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৩ অপরাহ্ন
ভারতে লোকসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের বেশির ভাগই যার যার আসনে এগিয়ে আছেন। প্রথমদিকে বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাথমিক ভোট গণনায় ৬২২৩ ভোটে পিছিয়ে পড়েন। কিন্তু তার আধা ঘন্টা পরে আবার তিনি এগিয়ে যান। উত্তর প্রদেশের রায় বেরেলিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এগিয়ে আছেন। গান্ধীনগর থেকে বিজেপির প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এগিয়ে আছেন। এনডিটিভি বলছে, কান্নাজুতে এগিয়ে আছেন অখিলেশ যাদব। আমেথিতে পিছিয়ে আছেন বিজেপির স্মৃতি ইরানি। এসবই প্রাথমিক গণনার ফল। ফলে এর ওপর ভিত্তি করে বলা যায় না, শেষ পর্যন্ত কে কোন আসনে জয়ী হবেন।
Boycott Indian products and dalal n dalal media as we r fighting for independence from India
বাংলাদেশের মত এমন ফেয়ার ইলেকশন ভারত কখনও করতে পারবে বলে মনে হয় না। আমাদের দেশের ডিবি পুলিশ যেমন ভারতের গোয়েন্দাদের শিক্ষা দিয়ে এসেছে। তেমনি ভাবে সুযোগ পেলে আমাদের সিইসিও তার প্রতিভার স্বাক্ষর ভারতকে দিতে মোটেয় কুণ্ঠিত হবে না।
ইন্ডিয়ার বিরোধী দল এতো বলদ কেন??? গতবারের মতো এবারও ইভিএম এর খিলা চলছে ভারতের নির্বাচনে! যতদিন না ইভিএম এর সুক্ষু কারচুপি ধরা পড়ছে ততদিন কেউ বিজেপিকে হারাতে পারবে বলে মনে করছি না!
বাবু কে খুব চিন্তিত দখাচ্ছে ।
নরেন্দ্র মোদি। এগিয়ে
মোদির পতন একটি জনআক্ষাংকা।
শেষ রাউন্ডের আগে কোন মন্তব্য বা পূর্বাভাস করা ঠিক নয় । যে জেতার জিতবে, জনগণের ভোট যারা বেশী পেয়েছেন।