প্রবাস
এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(৬ মাস আগে) ৩ জুন ২০২৪, সোমবার, ২:৫৮ অপরাহ্ন
বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরামদের অংশগ্রহণে গঠিত ঐতিহাসিক সংগঠন এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
২৭ মে ২০২৪ পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন মাওলানা আবুল হোসেন খান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদির সালেহ ও হাফিজ মাওলানা আব্দুল করিম। দুপুর ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারগণ।
আগামী দুই বছরের জন্য (২০২৪-২০২৬) সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মাওলানা সালেহ আহমদ ভুঁইয়া, জেনারেল সেক্রেটারী মাওলানা আব্দুল খালিক সাহেদ ও ট্রেজারার শেখ মুনাওয়ার হুসাইন। নব নির্বাচিত দ্বায়িত্বশীলদের শপথ পাঠ করানোর দ্বায়িত্ব আঞ্জাম দেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মওদুদ হাসান।
নব নির্বাচিত সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারারের পরামর্শের মাধ্যমে পূর্ণ কমিটি শীঘ্রই দেয়া হবে বলেও জানানো হয়।