অনলাইন
১ ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল
স্টাফ রিপোর্টার
(৭ মাস আগে) ২৫ মে ২০২৪, শনিবার, ৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন
ফাইল ফটো
এমআরটি লাইন-৬’র সিগন্যালিং সিস্টেম ফেল করায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়। একটি ট্রেন সচিবালয় স্টেশনে আটকা পড়েছিল। এছাড়া বেশ কয়েকটি ট্রেন কাছাকাছি স্টেশনে আটকে পড়ে। এতে বহু যাত্রী ভোগান্তিতে পড়েন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। ১০টি ট্রেন আটকে থাকে। মেট্রোরেলের ইন্টারনাল সার্ভার ত্রুটির জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
এসময় যাত্রীদের বিকল্প ব্যবস্থায় যেতে বলা হয় এবং যারা টিকিট সংগ্রহ করেছেন তারা কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন বলে জানানো হয়েছে স্টেশন থেকে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি থেকে জানানো হয়, অপারেশন কন্ট্রোল সেন্টারে যে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ যায়, সেটির লাইন অফ হয়ে গিয়েছিল। সেখান থেকে কোনো সিগন্যাল পাঠানো যাচ্ছে না স্টেশনগুলোতে। এখন যাত্রীদের সেফটির জন্য সেটা রি-ইন্সটল করার চেষ্টা করা হচ্ছে। যদি সিগন্যালের কারণে কন্ট্রোল করা না যায় তাহলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই নিরাপত্তার জন্য মেট্রোরেল বন্ধ রাখা হয়েছে।
এরপর রাত আটটার দিকে ট্রেন চালু হয়। মেট্রোরেল চলাচলকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। পরে আবার চালু হয়।