ঢাকা, ১৬ জুন ২০২৪, রবিবার, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সেতুমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা আপিলেও বহাল

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৪ মে ২০২৪, শুক্রবার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের প্রার্থিতা ফিরিয়ে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। 
হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন রাখায় গত ৫ই মে শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে ১৪ই মে বৈধ ঘোষণা করা হয়। ১৬ই মে জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেনকে তার নির্বাচনী প্রতীক টেলিফোন বরাদ্দ দেন। পরে সেতুমন্ত্রীর আরেক ভাই মেয়র আবদুল কাদের মির্জা তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় জিডি করে তার অনুসারীকে দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে উপজেলার অন্য আরেকজন চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুল আপিলের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন। 
গতকাল আদালত পিপুলের করা আবেদন খারিজ করে বহাল আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ। আদালতে শাহাদাতের পক্ষে ছিলেন আইনজীবী একরামুল টুটুল। গোলাম শরীফের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। একরামুল হক টুটুল মানবজমিনকে জানান, ১৪ই মে হাইকোর্টের আদেশের পর শাহাদাত হোসেনকে ১৬ই মে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়ে তিনি প্রচারণাও চালাচ্ছেন। এর মধ্যে অপর প্রার্থী গোলাম শরীফ আপিল বিভাগে আবেদন করেন। যেটি গতকাল খারিজ হয়ে যায়।

বিজ্ঞাপন
ফলে শাহাদাত হোসেন নির্বাচন করতে পারবেন।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status