দেশ বিদেশ
গাজীপুর সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৫ জুন ২০২৪, মঙ্গলবারপরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে নির্বাচিত জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সহযোগিতা চেয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের তাগাদা দিয়েছেন নগর মেয়র জায়েদা খাতুন। গতকাল নগর ভবনের সভাকক্ষে গাজীপুর সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি)’র সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তাগাদা দেন। সভায় মূল বক্তব্য তুলে ধরেন সিটি করপোরেশনের উপদেষ্টা সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় সিটির ভারপ্রাপ্ত সচিব আব্দুল হান্নান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, প্যানেল চেয়ারম্যান মাসুদুল হাসান বিল্লালসহ কাউন্সিলরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ ও বিভিন্ন পেশাজীবী গ্রুপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় মেয়রের মুখপাত্র সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের নেতৃত্বে গাজীপুর মহানগরের সামগ্রিক উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে বর্তমান পরিষদ নিরলসভাবে কাজ করছে। নাগরিকদের বিভিন্ন সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও সমাধানে এই কমিটির মতামত গ্রহণ করা হবে। সিটি করপোরেশনের কার্যক্রমে আরও গতি সঞ্চার করতে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাগরিক পরিষেবার উন্নতিতে সকল শ্রেণি-পেশার প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।