দেশ বিদেশ
চাচাতো বোনকে গোপনে বিয়ে করায় সৌরভকে টুকরো টুকরো করেন চাচা
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
৪ জুন ২০২৪, মঙ্গলবার
চাচাতো বোনকে গোপনে বিয়ে করায় সৌরভকে খুন করার অভিযোগ পরিবারের। চাচাতো বোনের সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক, গোপনে বিয়েও করেছিলেন। ওমর ফারুক সৌরভের পরিবার মেনে নিলেও মানতে পারেননি মেয়ের পরিবার। সেই ক্ষোভেই সৌরভকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।
ময়মনসিংহ সদরের মনতলা এলাকায় মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদী থেকে লাগেজে খণ্ডিত দেহ ও তার পাশ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধারের পর রোববার বিকালে মেলে পরিচয়। খবর পেয়ে রাতেই ছুটে আসেন পরিবারের সদস্য ও সৌরভের বন্ধুরা। হত্যার ঘটনায় রাতেই হয়েছে মামলা।
স্বজনরা জানান, প্রেমের সম্পর্ক ছিল ওমর ফারুক সৌরভ ও তার চাচাতো বোন ইসরাত জাহান ইভার। গত ১২ই মে ঢাকায় যান ইভা। পরে সৌরভের এক বন্ধুর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সৌরভ-ইভা। এরপর নিজের বাসাতেও নিয়ে গিয়েছিলেন সৌরভ। ওইদিনই ইভা চলে আসেন ময়মনসিংহে। দু’দিন পর ময়মনসিংহে এসে চাচা-চাচিকে বুঝানোর চেষ্টা করেন সৌরভ। কিন্তু না মেনে উল্টো তাকে মেরে ফেলার হুমকি দেন। সৌরভের মায়ের অভিযোগ, ইভাকে কানাডা পাঠিয়ে দেয়ার পর তার ছেলেকে ডেকে এনে হত্যা করেছে তারই আপন চাচা। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মাইন উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। আসামিদের ধরতে অভিযান চলছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে ওমর ফারুক সৌরভ। সপরিবারে ঢাকায় থাকতেন তারা। সৌরভ ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে তার পরিবার।
পাঠকের মতামত
দুই পরিবার শেষ ????
পিতা মাতার অমতে বিয়ে করা উচিত হয়নি তবে যখন বিয়ে হয়ে গেছে তখন মেয়ের পিতা মাতার জন্য বিয়ে মেনে নেয়াতেই কল্যাণকর ছিল। ছেলে কে খুন করা চরম পর্যায়ের সীমালণ্গন হয়েছে। প্রয়োজনে ছেলের কাছ তালাক নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেয়া যেত। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন।
অত্যন্ত দুঃখজনক ঘটনা। এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত হয়নি।
Uncle tomar abar khabor Ache
চাচাকে ভুল পথে রাগের বশে ভুল কাজ করেছে। চাচাকে নাতিগুরু দন্ড দেয়া যেতে পারে।
চাচা এইবার আপন প্রাণ বাঁচা!!!
চাচা কাজ ভালো করে নাই