ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

ভ্রমণকারী ও লেখক এলিজা বিনতে এলাহী’র দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
৯ জুলাই ২০২৫, বুধবার
mzamin

‘হাসনাত আব্দুল হাই-এর সাথে কিছুক্ষণ’ ও ‘শামীম আমিনুর রহমান-এর ঐতিহ্যজগৎ’ বই দুটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে  রোববার। এলিজা বিনতে এলাহী’র এই বই দুটি প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশন। বই দুটিতে বাংলাদেশের বরেণ্য কথাশিল্পী হাসনাত আব্দুল হাই এবং স্থপতি, লেখক ও সংগ্রাহক শামীম আমিনুর রহমানের সঙ্গে আলাপচারিতায় লেখক এলিজা বিনতে এলাহী তুলে এনেছেন তাদের জীবন ও কর্মের নানাদিক। এলিজা বিনতে এলাহী হাসনাত আবদুল হাই’-এর সাহিত্যজীবন নিয়ে আলাপ করেছেন লেখকের সঙ্গে। এই আলাপে উঠে এসেছে, হাসনাত আব্দুল হাই-এর  ছেলেবেলা, লেখালেখির শুরু,  ভ্রমণকাহিনী লেখার সূত্রপাত,  সাহিত্যজীবনের অতীত-বর্তমান- প্রায় সবটুকুন। লেখক, গবেষক ও স্থপতি শামীম আমিনুর রহমান, তার ইতিহাস-নির্ভর বিচিত্র বিষয়কে ঘিরে কাজ করার পাশাপাশি, একজন সংগ্রাহক। তার সংগ্রহে রয়েছে  পেইন্টিং, রেডিও, ঘড়ি, ক্যামেরা, গ্রামোফোন, টেলিফোন,  টেলিভিশন সহ নানা পুরনো সংগ্রহ যা সামাজিক ইতিহাসের অনন্য উপাদান।  নিভৃতচারী কিন্তু দারুণ সৃষ্টিশীল ও প্রতিভাধর এই গুণী শিল্পী গড়ে তুলেছেন তার নিজস্ব এক ইতিহাসের ভুবন। আলাপচারিতায় উঠে এসেছে শামিম আমিনুর রহমানের  জীবনের নানা বিষয়, ছেলেবেলা,  সংগ্রহ, লেখালেখি, শিল্পচর্চা, গান, স্থাপত্য ও ইতিহাস নিয়ে খণ্ড  খণ্ড ভাবনা। বইটি পাঠে লেখক, গবেষক ও সংগ্রাহক শামিম আমিনুর রহমান-এর জীবন ও কর্মকাণ্ড সম্পর্কে পাঠকরা একটি সম্যক ধারণা পাবেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সংগীত শিল্পী ও স্থপতি লুভা নাহিদ চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতিবিদ, লেখক ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ ও কথাসাহিত্যিক মোজাফফর  হোসেন। কথাশিল্পী হাসনাত আবদুল হাই, লেখক ও গবেষক শামীম আমিনুর সহ দেশের খ্যাতনামা লেখক, প্রকাশক ও সাংবাদিকগণ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রন্থ দুটি দেশের  ভ্রমণ-লেখক, সাহিত্যিক, সংগ্রাহক ও তরুণদের উৎসাহী করে তুলবে বলে লেখক ও প্রকাশক মনে করেন।    
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status