ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

দিনভর বৃষ্টিতে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার
৯ জুলাই ২০২৫, বুধবার

বৃষ্টির কারণে দুর্ভোগের মধ্যদিয়ে দিন-রাত পার করেছেন নগরবাসী। সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি রাতেও ছিল। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায়ও দিনভর ভারী বৃষ্টি হয়েছে। এতে জলাবদ্ধতা তৈরি হয় বিভিন্ন স্থানে। টানা বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ তৈরি হয়। আবহাওয়া অফিস জানিয়েছে সামনে আরও কয়েক দিন বৃষ্টি থাকতে পারে। টানা বৃষ্টির কারণে রাজধানীতে সব শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। ফুটপাথে ব্যবসায়ী ও পায়েহাঁটা মানুষেরা বেশি দুর্ভোগে ছিলেন। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে এবং ব্যবসায়িক কাজে যারা বাসার বাইরে অবস্থান করছিলেন তারা সারা দিনই বৃষ্টির জঞ্জালে ভুগেছেন। বৃষ্টির কারণে যানবাহনের চাপ কমেনি। শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশকে যানজট নিরসনে হিমশিম খেতে দেখা গেছে। গণপরিবহনে যাত্রীদের কমতি ছিল না। অটোরিকশা, সিএনজি পেতেও যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। চালকেরা ভাড়াও হাঁকিয়েছেন বেশি। তবুও প্রয়োজনে মানুষ বাড়তি ভাড়া গুনে গন্তব্য যান। কাওরান বাজারে মালিবাগ এলাকার বাসিন্দা আরাফাত বলেন, অন্যসময় সিএনজিতে ভাড়া নেয় ১৫০ টাকা। কিন্তু বৃষ্টির কারণে আড়াইশ’ টাকার কমে যাবে না। অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম। সব সিএনজিতে যাত্রী। হুমায়ুন নামের এক যাত্রী বলেন, জরুরি কাজে কাওরান বাজার এসেছিলাম। মতিঝিল যাওয়ার জন্য বাসে ওঠার চেষ্টা করেছিলাম। কিন্তু সব বাসেই অতিরিক্ত যাত্রী। তাই ৩০০ টাকা দিয়ে সিএনজি ভাড়া করে যাচ্ছি। বাড্ডার বাসিন্দা রিয়েল বলেন, বৃষ্টির কারণে একস্থানেই প্রায় দেড়ঘণ্টা দাঁড়িয়ে আছি। রিকশা সিএনজি কিছুই পাচ্ছিলাম না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা  ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 
মঙ্গলবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বুধবারের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status