দেশ বিদেশ
কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এটাই গণতন্ত্র: ফখরুল
স্টাফ রিপোর্টার
৯ জুলাই ২০২৫, বুধবারবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্য যে, বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি। গণতন্ত্রের চর্চা পাকিস্তান আমল থেকে এখানে হয়নি। খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল। তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছি। মঙ্গলবার বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগের যৌথ উদ্যোগে সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আজকে সকালে মনটা খারাপ হয়ে গিয়েছিল, একটা সংস্থা- তারা জরিপে লেখেছে যে, বাংলাদেশের তরুণরা মাত্র শতকরা ১ দশমিক ৮-৭ ভাগ যারা রাজনীতিতে আগ্রহী, এটা আমার জন্য, একজন রাজনীতিবিদ হিসেবে খুব একটা ভালো সংবাদ না। তারপরেও আজকে এখানে এসে আমার আশা বেড়েছে। আমি বিশ্বাস করি যে, আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে। এটাই একটা উপযুক্ত ডেমোক্রেসি।
তিনি বলেন, দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল। একটা আমার আপত্তি আছে। এই যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা- এটা আমরা বাদ দিতে পারি না? আমার কেন জানি মনে হয়, এই মাননীয় কথাটি থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা হয়, অভিজ্ঞতা থেকে বলছি। মির্জা ফখরুল বলেন, এখন তো সময় ভালো যাচ্ছে না। অনেকেই অনেক কথা বলছেন। অনেকেই মন খারাপ করছেন। আমি সব সময় খুব আশাবাদী মানুষ। আমি মনে করি যে, এরপরে ভালো সময় আসবে। আরও ভালো সময় আসবে।